Sunday, August 24, 2025

রাতের পর রাত জেগে কাটাতে হচ্ছে? চোখে ঘুম নেই (Insomnia), যার জেরে কাজে সমস্যা বাড়ছে? এবার আপনাকে শান্তির ঘুম (Sleep) ফিরিয়ে দিতে বাজারে এল এক বিশেষ ধরনের বালিশ (Pillow)। সেই বালিশে মাথা রাখলেই নাকি ঘুম অনায়াসে চলে আসবে। এর জন্য আপনাকে খরচ করতে হবে ৪৫ লক্ষ টাকা, ভাবতে পারেন!

কথায় বলে, এই দুনিয়ায় নাকি সবই হয়। নিজেকে কে না ভালবাসে ? তাই আরও একটু ভালো থাকতে বা প্রিয়জনকে ভালো রাখতে প্রতি মুহূর্তেই একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ। সমস্যা হলে সমাধান তো খুঁজতেই হবে আর সারাদিনের কাজের পর যদি রাতে ঘুম না আসে সেটা একটা বড় সমস্যা বটে। তাই এবার এসে গেল সমাধান। শান্তির ঘুম আসার জন্য বাজারে এল ৪৫ লক্ষ টাকার বিশেষ বালিশ। বিগত ১৫ বছর ধরে এই ধরনের বালিশ নিয়ে গবেষণা চালিয়ে গেছেন নেদারল্যান্ডসের (Netherlands) এক ফিজিয়োথেরাপিস্ট (Physiotherapist)। অবশেষে মিলেছে সাফল্য। এক বিশেষ ধরনের বালিশ তৈরি করেছেন তিনি, যা জোড়ায় কিনতে গেলে প্রায় কোটি টাকা বাজেট রাখতে হবে আপনাকে।

বিহারে ইনস্পেক্টরের ঘুষের টাকা গুনতে গিয়ে নাজেহাল তদন্তকারীরা

৪৫ লক্ষ টাকার বালিশ কথাটা শুনলেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। কিন্তু বালিশের কেন এত দাম সেটা জানতে আপনাকে বুঝতে হবে বালিশ কী কী দিয়ে তৈরি করা হয়েছে। হিরে, চুনি, নীলকান্তমণি, সোনা সবই আছে যথেষ্ট পরিমাণে। বালিশে যে তুলো ভরা হয়েছে, তাতে একটি রোবটিক যন্ত্র বোনা আছে। বালিশের চেনে রয়েছে চারটি হিরে। তারই সঙ্গে নীলকান্তমণিটি আটকানো রয়েছে। আর যেমন তেমন ভাবে বিক্রিও করা হয় না এই বালিশ। এটি বন্ধ করা থাকে একটি সাজানো বাক্সে। এই বালিশের আবিষ্কারক ফিজিয়োথেরাপিস্টের দাবি, অনিদ্রায় ভুগছেন যাঁরা, তাঁদের সব সমস্যা দূর হবে এমন বালিশে মাথা রেখে ঘুমালে। মনে শান্তি আসবে। এখন ৪৫ লক্ষ টাকা একটা বালিশের জন্য খরচ করার পর, আপনি কতটা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।



Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version