চারদিকে শুধু টাকা আর টাকা!ঘরের যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই মিলছে টাকা। বিছানার তোশকের তলায় টাকা। দেওয়ালের তাকে টাকা।টিফিন বক্সের ভিতরে টাকা। মশলার কৌটোর ভিতরে টাকা।ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০০ থেকে ২০০০ টাকার নোট।যা দেখে তাজ্জব বনে গিয়েছেন আধিকারিকরা।কয়েক ঘণ্টা ধরে তারা নোট গুনতে থাকেন।ঘটনাস্থল বিহার।
আরও পড়ুন- Rafael Nadal: তিন বছর পর উইম্বলডনে কামব্যাক, তবুও মনখারাপ নাদালের
দিন কয়েক আগে বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এভাবেই তাজ্জব হয়ে যান ভিজিল্যান্স কর্তারা। কত টাকা ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তা জানা যায়নি।সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।
তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে জিতেন্দ্রর ঘরের বিছানায় পুরো খাট জুড়ে টাকা বিছিয়ে দেন। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয়েছে।যার বেশির ভাগ রুপোর।