Thursday, August 21, 2025

শিক্ষক চেয়ে বিজ্ঞাপন । বীরভূমের সাঁইথিয়ায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভূগোল এবং এডুকেশন পড়ানোর জন্য শিক্ষক দরকার। মাসে সাম্মানিক হিসেবে দেওয়া হবে দেড় হাজার টাকা। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের এই বিজ্ঞাপনটিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে । এভাবে কী কোনো সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে পারে? প্রশ্ন উঠেছে তা নিয়েও। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন পর্যাপ্ত শিক্ষক না থাকাতেই এই বিজ্ঞাপন। যদিও তারা শিক্ষক চাননি। স্বেচ্ছাসেবক চাইছেন।

যদিও এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। বিরোধীরা সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, সমিতির যেটুকু ফান্ড আছে, তার মধ্যে কোনও একজনকে নিয়োগ করে কয়েক দিনের জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করা যেতেই পারে। যাতে ছেলেদের টিউশনের মতো ব্যবস্থা করে দেওয়া যায়। এতে সরকারের সিদ্ধান্ত নেই। সরকারের কোনও গাইড লাইনও নেই। এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত যা ভাল মনে করেছে, তাই করেছে। অন্যদিকে বীরভূমেরই একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলে হায়ার সেকেন্ডারির যে সব বিষয় আছে, যেমন – এডুকেশন, ফিলজফি, পলিটিক্যাল সায়েন্স হয়তো এসবের শিক্ষক নেই। স্কুল প্রয়োজন হলে নিজের ফান্ড থেকে সাম্মানিক দিয়ে টেম্পোরারি শিক্ষক নিতেই পারে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version