Wednesday, December 17, 2025

লাগাতার পতন LIC-তে, ১৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Date:

Share post:

আইপিও বাজারে আসার আগে ঢাকঢোল পিটিয়ে প্রচারে কোনও কার্পণ্য রাখেনি সরকার। তবে সময় যত গড়িয়েছে বিনিয়োগকারীদের জন্য কার্যত গরলে পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থা এলআইসি(LIC)। এখনও পর্যন্ত এই শেয়ারের দৌলতে বিনিয়োগকারীদের(Investor) খোয়াতে হয়েছে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, ক্রমশ নিচের দিকে নামতে থাকা এলআইসির সূচক কবে উর্ধ্বমুখী সে বিষয়েও কোনও আশার আলো দেখা যাচ্ছে না এখনই।

২ মে লঞ্চ হয়েছিল LIC’র আইপিও (IPO)। শুরুতে এর দর ছিল ৯৪৯ টাকা। পরে ১৭ মে বাজারে আসে সেই শেয়ার। বাজারে নেমেই প্রথম ধাক্কাটা খায় এই শেয়ার। শেয়ারের দাম ৮৬৭.২০ টাকায় নেমে আসে। সেই থেকে এখন পর্যন্ত নিম্নমুখী এই শেয়ার। গত শুক্রবার এই শেয়ার নেমে আসে ৬৬১.৩০ টাকায়। রিপোর্ট বলছে, এবছরের আইপিওগুলির মধ্যে সম্পদ ধ্বংসকারী হিসেবে শীর্ষে রয়েছে জীবনবিমার শেয়ার। যার ধাক্কায় বাজার থেকে উধাও ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১৫ লক্ষ কোটি টাকা। বলার অপেক্ষা রাখে না বেসরকারি করণের দৌলতে কেন্দ্রীয় সরকারের এলআইসি একটি চুড়ান্ত ফ্লপ শেয়ার। এখন পর্যন্ত এই শেয়ারের সর্বনিম্ন স্থান ৬৫০ টাকা। অবশ্য সোমবার মাত্র ৩ পয়েন্ট উর্ধমুখী হয়ে শেয়ারটি পৌঁছেছে ৬৪.৮০ টাকায়। এদিন সামান্য উর্ধমুখী হলেও নতুন বিনিয়োগে এই শেয়ার থেকেই একেবারেই দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এদিনের বাজার রিপোর্ট বলছে, বেহাল অবস্থা কাটিয়ে খানিক শোধরানোর পথে হেঁটেছে দেশের শেয়ার বাজার। ৪৩৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৩৩.৩০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১৬১.২৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৩২.৮০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৩২.০৫। তবে বাজার শোধরালেও এলআইসির শেয়ার শোধরাচ্ছে এমনটা ভাবার কোনও কারণ নেই বলে মনে করছে বাজার। বিশেষজ্ঞদের অনেকের মতে, ভারতে বিমার বাজার এখনও শৈশবের স্তরে রয়েছে। পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, তাতে ভরসা রাখা কঠিন হয়ে পড়ছে।


spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...