Saturday, August 23, 2025

লাগাতার পতন LIC-তে, ১৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Date:

Share post:

আইপিও বাজারে আসার আগে ঢাকঢোল পিটিয়ে প্রচারে কোনও কার্পণ্য রাখেনি সরকার। তবে সময় যত গড়িয়েছে বিনিয়োগকারীদের জন্য কার্যত গরলে পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থা এলআইসি(LIC)। এখনও পর্যন্ত এই শেয়ারের দৌলতে বিনিয়োগকারীদের(Investor) খোয়াতে হয়েছে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, ক্রমশ নিচের দিকে নামতে থাকা এলআইসির সূচক কবে উর্ধ্বমুখী সে বিষয়েও কোনও আশার আলো দেখা যাচ্ছে না এখনই।

২ মে লঞ্চ হয়েছিল LIC’র আইপিও (IPO)। শুরুতে এর দর ছিল ৯৪৯ টাকা। পরে ১৭ মে বাজারে আসে সেই শেয়ার। বাজারে নেমেই প্রথম ধাক্কাটা খায় এই শেয়ার। শেয়ারের দাম ৮৬৭.২০ টাকায় নেমে আসে। সেই থেকে এখন পর্যন্ত নিম্নমুখী এই শেয়ার। গত শুক্রবার এই শেয়ার নেমে আসে ৬৬১.৩০ টাকায়। রিপোর্ট বলছে, এবছরের আইপিওগুলির মধ্যে সম্পদ ধ্বংসকারী হিসেবে শীর্ষে রয়েছে জীবনবিমার শেয়ার। যার ধাক্কায় বাজার থেকে উধাও ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১৫ লক্ষ কোটি টাকা। বলার অপেক্ষা রাখে না বেসরকারি করণের দৌলতে কেন্দ্রীয় সরকারের এলআইসি একটি চুড়ান্ত ফ্লপ শেয়ার। এখন পর্যন্ত এই শেয়ারের সর্বনিম্ন স্থান ৬৫০ টাকা। অবশ্য সোমবার মাত্র ৩ পয়েন্ট উর্ধমুখী হয়ে শেয়ারটি পৌঁছেছে ৬৪.৮০ টাকায়। এদিন সামান্য উর্ধমুখী হলেও নতুন বিনিয়োগে এই শেয়ার থেকেই একেবারেই দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এদিনের বাজার রিপোর্ট বলছে, বেহাল অবস্থা কাটিয়ে খানিক শোধরানোর পথে হেঁটেছে দেশের শেয়ার বাজার। ৪৩৩ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৩৩.৩০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১৬১.২৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৩২.৮০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৩২.০৫। তবে বাজার শোধরালেও এলআইসির শেয়ার শোধরাচ্ছে এমনটা ভাবার কোনও কারণ নেই বলে মনে করছে বাজার। বিশেষজ্ঞদের অনেকের মতে, ভারতে বিমার বাজার এখনও শৈশবের স্তরে রয়েছে। পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, তাতে ভরসা রাখা কঠিন হয়ে পড়ছে।


spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...