Wednesday, August 27, 2025

মহারাষ্ট্র মামলার ডেপুটি স্পিকারের জবাব তলব শীর্ষ আদালতের

Date:

রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে আরব সাগরের তীরে। মহারাষ্ট্র মামলায় একনাথ শিন্ডে-সহ ১৬ জন শিবসেনা(Shivsena) বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগে নোটিশ পাঠিয়েছিলেন ডেপুটি স্পিকার(Deputi Speaker)। তারই পাল্টা মামলায় এদিন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়ালের জবাব চাইল সুপ্রিম কোর্ট(Supreme Court)। পাশাপাশি, ওই বিধায়দের বিরুদ্ধে আগামী ১১ জুলাই পর্যন্ত দলত্যাগ বিরোধী আইনে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে ডেপুটি স্পিকারকে জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে বি পাড়িয়ালার বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।

মহারাষ্ট্রে বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে ডেপুটি স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারই প্রেক্ষিতে একনাথ শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ককে নোটিস পাঠিয়ে মঙ্গলবার বিকেলের মধ্যে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ সম্পর্কে আত্মপক্ষ সাফাইয়ের নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার (ভারপ্রাপ্ত স্পিকার) নরহরি সীতারাম জিরওয়াল। যার পাল্টা মামলায় এদিন শীর্ষ আদালত সেই আত্মপক্ষ সমর্থনের সময়সীমা আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। পাশাপাশি মহারাষ্ট্র সরকারকে বিদ্রোহী বিধায়কদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, এদিন সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে একনাথ শিন্ডে জানান মহারাষ্ট্র সরকারের উপর থেকে তাঁরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর সঙ্গে আরও ৩৮ জন বিদ্রোহী বিধায়ক সঙ্গে রয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ধব সরকার। শিবসেনার পরিষদীয় নেতা হিসেবে এখন রয়েছেন অজয় চৌধুরী। এই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেন শিন্ডে ও তার সঙ্গীরা। বাদ যায়নি ১৬ বিধায়ককে ডেপুটি স্পিকারের নোটিসের প্রসঙ্গও। সেই মামলার শুনানিতেই এদিন ডেপুটি স্পিকারের কাছে জবাব তলব করল আদালত।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version