Monday, November 3, 2025

কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন

Date:

২০২২ কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল (Women Hockey Team) ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন (Hockey India)। দল থেকে বাদ পাড়লেন ভারতের তারকা খেলোয়াড় রানি রামপাল। মোট ১৮ সদস্যার দল ঘোষণা করা হয়েছে হকি ফেডারেশনের তরফ থেকে।

এদিন যে ১৮ সদস্যার ভারতীয় সিনিয়র মহিলা হকি দল ঘোষণা করা হয়েছে, সেই দলে নেতৃত্ব দেবেন গোলরক্ষক সবিতা পুনিয়া। সবিতার সহকারীর ভূমিকায় থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা। ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বসবে কমনওয়েলথ গেমসের আসর। কমনওয়েলথ গেমসের দলের মাত্র তিনটি পরিবর্তন রয়েছে। রাজারানি এতিমারপু জায়গা পেয়েছেন বিছুদেবি খারিবামের পরিবর্তে। সনিকা বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসের দল থেকে। বিশ্বকাপের দলে পরিবর্ত হিসেবে থাকা সঙ্গিতা কুমারী জায়গা পেয়েছেন কমনওয়েলথ গেমসের দলে। প্রথম ম‍্যাচে ২৯ জুলাই ভারতের মুখোমুখি হবে ঘানা। পুল-এ’তে ভারত, ঘানার পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলস।

এদিকে জানা যাচ্ছে, চোটের কারণে দলে নেই রানি রামপাল। বেশ কয়েকমাস আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, সেই চোট থেকে এখনও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। কোচ স্কপম্যানও জানিয়েছেন রানি এখনও পুরোপুরি চোটমুক্ত নন।

একনজরে দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেমসের ভারতীয় দল:

গোলরক্ষক: সবিতা কুমারি (অধিনায়ক), রাজারানি এতিমারপু

ডিফেন্ডার: নিশা, সুশীলা চানু, মনিকা, নেহা, জ্যোতি, নভজ্যৎ কৌর, সালিমা তেতে

স্ট্রাইকার: বন্দনা কাটারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কৌর, শর্মিলা দেবী, সঙ্গিতা কুমারী।

আরও পড়ুন:Hubert Hurkacz: মানবিক হুরকাজ, ইউক্রেনের পাশে দাঁড়ালেন পোল‍্যান্ডের এই টেনিস তারকা

 

 

 

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version