হাই কোর্টের নির্দেশ মেনে ববিতা সরকারের হাতে নিয়োগের সুপারিশপত্র দিল এসএসসি

হাই কোর্টের নির্দেশ মেনে সোমবার ববিতা সরকারের হাতে স্কুলে নিয়োগের সুপারিশপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার তাঁকে সল্টলেকে আসতে বলা হয়েছিল। তাই এদিন সকালেই স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে শিলিগুড়ি থেকে সল্টলেক এসে নিয়োগের সুপারিশপত্র নেন ববিতা। ববিতা এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিয়োগের প্রক্রিয়া শুরু হল। এসএসসি ভবনে গিয়ে সুপারিশপত্র পেয়েছি। এর পর স্কুল থেকে নিয়োগপত্র দেওয়া হবে। তারপর স্কুলে যোগ দিতে পারব।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতা চৌধুরীর চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। সেই নির্দেশ পালনের প্রক্রিয়ার সূচনা হল সোমবার।