Sunday, August 24, 2025

রাজ্যের কৃষকবন্ধু (Krishak Bamdhu) প্রকল্পে বড় সাফল্য। বর্ধমানে মাটি উৎসবে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ৮৯ লক্ষ কৃষকের (farmers) অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পৌঁছে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই প্রকল্পের সুবিধা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল (trinamool congress) ঘরে তুলবে।

বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে এসে সোমবার বিজেপিকে আক্রমণের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নয়া অগ্নিপথ প্রকল্পের তুলোধনা করেন মমতা। তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই প্রকল্প। মাত্র ৪ বছরের চাকরি। তার পর কী করবে ছেলেগুলো? ললিপপ খাবে? কী পাবে? আমরা এর বিরোধিতা করছি। সেনাবাহিনীতে আগের মতোই নিয়োগের দাবি তোলেন তিনি। বলেন, ৪ বছরের চাকরির মধ্যে চার-ছ’মাস তো কেটেই যাবে ট্রেনিং নিতে।
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সেনাবাহিনীতে অবসরের মেয়াদও বাড়াতে হবে। ৬০ এমনকী ৬৫ করারও দাবি জানান তিনি। সোমবার বর্ধমানের গোদার মাঠে মাটি উৎসবের সূচনায় মমতা বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মমতার দাবি, বহু রাজ্যই প্রকল্পের নাম বদলায়। গুজরাট – উত্তর প্রদেশে রাজ্যের নামে প্রকল্প থাকলে, বাংলায় আপত্তি কেন ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এছাড়াও বিজেপিকে কৃষক-বিরোধী বলে তোপ দেগে তিনি বলেন, যখন দেশজুড়ে কৃষক আন্দোলন হচ্ছে, আমিই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছি। বিজেপি শুধু মানুষকে ভয় দেখায়।বিজেপির বিরুদ্ধে কথা বললেই ইডি, সিবিআই লেলিয়ে দিচ্ছে।

আরও পড়ুন- ধান বিক্রি করতে আসা কৃষকদের ফেরালে FIR করুন: নির্দেশ মমতার
মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা। শিবসেনা নেতা, উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে ইডির নোটিস পাঠানো প্রসঙ্গে বলেন, কেউ কিছু বললেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। দেশজুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এমনটা কেন হবে? সবাই হাসিখুশি থাকবে। সেটাই তো কাম্য। সব মিলিয়ে এদিন বিজেপি সরকার ও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেত্রী।

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version