Thursday, August 28, 2025

সরকারি কাজে সাধারণ মানুষের হয়রানি একেবারেই না-পসন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। আর তাই সরকারি মান্ডিতে ধান বিক্রি করতে আসা কোনও কৃষক(Farmer) যদি এই ধরনের হয়রানির শিকার হন তাহলে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন মমতা। সোমবার বর্ধমানে মাটি উৎসবের(Mati utsab) সূচনা করে মুখ্যমন্ত্রী চাষিদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যদি কেউ আপনাদের ফিরিয়ে দেয় তাহলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করবেন।

এদিন বর্ধমানের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরানো হচ্ছে। আমার কাছে খবর আসছে। আমি কৃষকদের বলে যাচ্ছি যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করুন। বিডিও-র কাছে গিয়ে অভিযোগ জানান।” পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও জেলাশাসককেও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষক মান্ডিতে আসা কৃষকদের হয়রান করছে কেউ কেউ। ঘোরাচ্ছে। আমি বলে যাচ্ছি, সোজা থানায় বা বিডিওর কাছে কমপ্লেন করুন। বিডিওদেরও বলছি, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়।”

উল্লেখ্য, সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই এদিন কৃষক বন্ধু প্রকল্পের সুচনা করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ১০ হাজার টাকা করে মোট ২৩৮৫ কোটি টাকা।


Related articles

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...
Exit mobile version