Wednesday, January 14, 2026

১৩ লক্ষ টাকার মাছ! দিঘায় ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা বিক্রি করে লাখপতি মৎসজীবী

Date:

Share post:

ফের শিরোনামে দিঘা। আবার খবরের শিরোনামে ভোলা মাছ। ১৩ লক্ষ টাকায় দিঘায় বিক্রি হল ভোলা মাছ। ভাবতে না পারলেও এটাই সত্যি। জালে ধরা পড়া ৫৫ কেজি ওজনের ভোলা মাছের দাম নিলামে উঠল ১৩ লক্ষ টাকা। মরশুম শুরু হলেও সেভাবে ইলিশের দেখা না মেলার আক্ষেপ মিটিয়ে দিল এই ১৩ লাখি ভোলা মাছ।

রবিবার দিঘা মোহনা বাজারে এই তেলিয়া ভোলা নিলামে বিক্রির জন্য আনেন দক্ষিণ ২৪ পরগনার নৈনানের মৎস্যজীবী শিবাজী কবীর। মোট ওজন ছিল ৫৫ কেজি। নিলামের নিয়ম অনুযায়ী মোট ওজনের ৫ শতাংশ বাদ দিয়ে এবং ডিমের জন্য ৫ কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় ৫০ কেজি। দিঘা মোহনার আড়তদার কার্তিক বেরা বলেন “এই মাছটি স্ত্রী ছিল। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম৷”

জানা গিয়েছে, প্রায় ৩ ঘণ্টা ধরে নিলাম পর্ব চলার পর ২৬ হাজার প্রতি কিলো দরে মোট ১৩ লক্ষ টাকায় মাছটি কিনে নেয় এসএসটি সংস্থা। এই ধরনের ভোলার পেটে থাকা অন্ত্র বা পটকা দীর্ঘতম হওয়ায় অত্যন্ত মূল্যবান এই মাছ। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাছের এই অন্ত্র ওষুধের ক্যাপসুল তৈরির কাজে লাগে। সহজে দ্রবীভূত হওয়ায় বহুজাতিক ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয়। বড়মাপের ভোলা মাছটিকে দেখতে আড়তে হুড়োহুড়ি পড়ে যায়। জানাজানি হতেই সৈকত নগরী দিঘায় বেড়াতে আসা পর্যটকরা ছুটে আসেন। অনেকে আবার মাছের ছবিটি ক্যামেরাবন্দিও করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ১২১ টি তেলিয়া ভোলা বিক্রি করে রাতারাতি বড়লোক হন কয়েকজন মৎস্যজীবী। সেগুলির প্রত্যেকটি বিক্রি হয়েছিল ১০ থেকে ১৫ হাজার টাকায়। এবারের ১৩ লক্ষ টাকার তেলিয়া ভোলা বিক্রি নিয়ে ‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন’-এর অন্যতম কর্তা নবকুমার পয়ড়্যা বলেছেন, “পূর্ব ভারতের সর্ববৃহৎ নোনা মাছ নিলাম কেন্দ্রে আজ একটি ৫৫ কেজি তেলিয়া ভোলা নিতে দরকষাকষি চলছিল। কয়েক ঘন্টার নিলামের পর এসএসটি নামক একটি সংস্থা বিপুল টাকায় সেটি কেনে।” তার আরও বক্তব্য, “এমন বড় আকারের তেলিয়া ভোলা খুব কম পাওয়া যায়। বছরে মাত্র দুই থেকে তিনটি ধরা পড়ে”।

আরও পড়ুন- জামিন মঞ্জুর রোদ্দুর রায়ের, শর্ত জাতীয় পতাকা নিয়ে ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে হবে

 

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...