Sunday, May 18, 2025

শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছি: বার্তা শিন্ডের, দিল্লিতে শাহ সাক্ষাতে ফড়নবীশ

Date:

সরকার ফেলার সমস্ত রকম আটঘাট বাধার পর ‘মিশন পদ্ম’ সফল করতে মহারাষ্ট্রে ফেরার বার্তা দিলেন শিবসেনার (Shiv Sena) বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছেন তিনি। শুধু তাই নয় উদ্ধবকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শিন্ডে জানালেন তাঁর পাশে রয়েছে ৫০ বিধায়কের সমর্থন। অন্যদিকে, মহারাষ্ট্রে জোটের সরকারের পতন ঘটাতে রণকৌশল তৈরিতে আজই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সভাপতি জেপি নড্ডা এবং সাধারণ সচিব বিএল সন্তোষের।

নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে শিন্ডে শিবির। সূত্রের খবর, বিজেপির সঙ্গে মিলে সরকার গড়তে প্রস্তুত তাঁরা। আর সেই লক্ষ্যে শীঘ্রই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। এই পরিস্থিতির মাঝেই এদিন গুয়াহাটিতে হোটেলের বাইরে সাংবাদিক বৈঠক করে শিন্ডে জানান, “গুয়াহাটিতে আমার সঙ্গে ৫০ জনের সমর্থন রয়েছে। হিন্দুত্বের স্বার্থে, নিজের স্বেচ্ছায় তাঁরা এখানে এসেছেন। শীঘ্রই মুম্বই ফিরব আমরা। বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব।” এদিকে গুয়াহাটি হোটেলে বিক্ষুব্ধদের বুকিংয়ের মেয়াদও à§« জুলাই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, গত সপ্তাহে গুয়াহাটি থেকে বিমানে গুজরাট গিয়ে অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক করেছেন শিন্ডে। এদিকে দেবেন্দ্র ফড়নবীশও দিল্লি-মুম্বই-গুজরাত করে গিয়েছেন গত কয়েকদিন ধরে। আজও দিল্লিতে রয়েছেন তিনি।


Related articles

পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া...

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক...

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...
Exit mobile version