Tuesday, November 11, 2025

শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছি: বার্তা শিন্ডের, দিল্লিতে শাহ সাক্ষাতে ফড়নবীশ

Date:

সরকার ফেলার সমস্ত রকম আটঘাট বাধার পর ‘মিশন পদ্ম’ সফল করতে মহারাষ্ট্রে ফেরার বার্তা দিলেন শিবসেনার (Shiv Sena) বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছেন তিনি। শুধু তাই নয় উদ্ধবকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শিন্ডে জানালেন তাঁর পাশে রয়েছে ৫০ বিধায়কের সমর্থন। অন্যদিকে, মহারাষ্ট্রে জোটের সরকারের পতন ঘটাতে রণকৌশল তৈরিতে আজই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সভাপতি জেপি নড্ডা এবং সাধারণ সচিব বিএল সন্তোষের।

নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে শিন্ডে শিবির। সূত্রের খবর, বিজেপির সঙ্গে মিলে সরকার গড়তে প্রস্তুত তাঁরা। আর সেই লক্ষ্যে শীঘ্রই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। এই পরিস্থিতির মাঝেই এদিন গুয়াহাটিতে হোটেলের বাইরে সাংবাদিক বৈঠক করে শিন্ডে জানান, “গুয়াহাটিতে আমার সঙ্গে ৫০ জনের সমর্থন রয়েছে। হিন্দুত্বের স্বার্থে, নিজের স্বেচ্ছায় তাঁরা এখানে এসেছেন। শীঘ্রই মুম্বই ফিরব আমরা। বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব।” এদিকে গুয়াহাটি হোটেলে বিক্ষুব্ধদের বুকিংয়ের মেয়াদও ৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, গত সপ্তাহে গুয়াহাটি থেকে বিমানে গুজরাট গিয়ে অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক করেছেন শিন্ডে। এদিকে দেবেন্দ্র ফড়নবীশও দিল্লি-মুম্বই-গুজরাত করে গিয়েছেন গত কয়েকদিন ধরে। আজও দিল্লিতে রয়েছেন তিনি।


Related articles

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি...

মুক্তি পেয়ে পার্থর চোখে জল

২০২২ এর ২৩ জুলাই ভোর রাতে গ্রেফতার। তারপর ২০২৫-এর ১১ নভেম্বর। ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হলেন...

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...
Exit mobile version