Thursday, November 6, 2025

চার মাস পেরিয়ে গিয়েছে অথচ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) লাগাতার যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ খুইয়েছেন ইতিমধ্যেই। সেই ধারা জারি রয়েছে এখনও। সোমবার ইউক্রেনের শপিংমলে মিসাইল হামলায়(Missail Attack) প্রাণ হারালেন বহু মানুষ। জনবহুল ওই শপিং মলে এভাবে মিসাইল হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের (Ukraine) পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং মলে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত অন্তত ১৬। আহত আরও ৩৪ জন। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইউক্রেনের তরফে স্পষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে রাশিয়ার সেনা। যদিও পাল্টা রাশিয়ার বক্তব্য, তাঁরা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় না। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে সময়ে এই হামলা চালানো হয় তখন ওই শপিংমলে হাজারের বেশি মানুষ ছিলেন।

গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ। এই আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে তোপ দেগেছেন পোলতাভা অঞ্চলের প্রশাসনের প্রধান দিমিত্রো লুনিন। জানা গিয়েছে, যেখানে এই হামলা চালানো হয়, সেই শপিং মলটি রাশিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।


Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version