অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টারের জরুরি অবতরণ ঘিরে চাঞ্চল্য।জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে দুই চালক-সহ মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। বাকিদের উদ্ধারের জন্য লড়াই চলছে।
ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, বম্বে হাই এলাকায় তাদের ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। উদ্ধারকারী নৌকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চার জন এবং পরে আরও এক জনকে উদ্ধার করেছে।
আরও পড়ুন- কোচবিহার পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী