Sunday, May 18, 2025

পদ্মা সেতুর উপর ছুটছে কলকাতা থেকে ঢাকাগামী বাস। গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার থেকে শুরু হয়েছে ‘সৌহার্দ্য’ বাস পরিষেবা। এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের এক তৃতীয়াংশ অংশ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হল। একই সঙ্গে এই সেতুর মাধ্যমে ঢাকা কলকাতার দূরত্ব ও ভ্রমণের সময় প্রায় চারঘণ্টা কমে গিয়েছে। স্বভাবতই এর ফলে খুশি যাত্রীরাও।


আরও পড়ুন:ইউক্রেনের শপিং মলে মিসাইল হামলা, হতাহত অন্তত ৫০

অতিমারির কারণে দু’বছর ধরে বন্ধ ছিল কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা। কিন্তু ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর সকালে বাস কলকাতা ছাড়লে দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে। সোমবার সকাল ৭টায় কলকাতার কিড স্ট্রিট থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম করপোরেশনের সঙ্গে শ্যামলী পরিবহন সংস্থার যৌথ উদ্যোগে এই ‘সৌহার্দ্য’ বাসের যাত্রা শুরু হয়। শ্যামলী পরিবহন সংস্থার কর্ণধার অবনী ঘোষ সোমবার বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। আমাদের জন্য শুভ দিন। কারণ দুই দেশের সম্প্রীতির বন্ধনে এই সৌহার্দ্য যাত্রা। আজ আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাব। এই সুবাদে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় à§© থেকে ৪ ঘণ্টা কমে যাবে। তবে এরপর থেকে এই বাস সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে।’ তিনি আরও জানান, তারা কলকাতা-ঢাকা-কলকাতা বাস চালানোর অনুমতি পেয়েছেন। সে সুবাদে আবারও বাস পরিষেবা চালু করতে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালকে সাজিয়ে তোলা হচ্ছে।’


সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার সকাল ৭টায় করুণাময়ী টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছাড়বে। মঙ্গল, বুধ ও শুক্রবার ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে কলকাতার উদ্দেশে ‘সৌহার্দ্য’ বাস ছাড়বে। তবে ভাড়ার বদল হয়নি। টিকিটের দাম যাত্রী প্রতি ১ হাজার ৪০০ টাকা।একই সঙ্গে কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বেসরকারি উদ্যোগে বাস পরিষেবা চালু হয়েছে। করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে সোম, বুধ ও শুক্র তিন দিন দুপুর ১২টায় বাস ছাড়ছে। এ ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত রয়েছে, যাত্রী প্রতি ১ হাজার ৮০০ টাকা।


Related articles

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...
Exit mobile version