Wednesday, November 12, 2025

মহারাষ্ট্রে কলকাঠি, নূপুরে ‘নীরব’ মোদি: বিজেপিকে তুলোধনা মমতার

Date:

মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। বিধায়কদের কোটি কোটি টাকা দিয়ে কিনছে। এত টাকা গেরুয়া শিবির পায় কোথা থেকে? মঙ্গলবার, আসানসোলের (Asansole) কর্মিসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে নূপুর শর্মা (Nupur Sharma) ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী (TMC Leader)।

মমতা বলেন, বাংলায় কারও বিরুদ্ধে কাটমানির অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিজেপি যে কোটি কোটি টাকা খরচ করে তার কোনও অডিট হয় না। মহারাষ্ট্রের সরকার ফেলার চেষ্টায় বিধায়ক কিনতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। নির্বাচিত সরকার ফেলার খেলায় নেমেছে। এর নাম গণতন্ত্র! বিপুল ব্যয় করে তৈরি করছে পার্টি অফিস। বিজেপির এত টাকার উৎস কী? তা নিয়ে তদন্ত হয় না।

নূপুর শর্মার নাম না করেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, যাঁরা উস্কানিমূলক মন্তব্য করেন তাঁদের গ্রেফতার না করে উল্টে নিরাপত্তা দেওয়া হয়। আর তিস্তা শীতলবাদের মতো সমাজকর্মীকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির নিন্দা বিশ্বজুড়ে হচ্ছে।

লোকসভা ভোটের জয়ের পর প্রথমবার আসানসোলে গেলেন মমতা। লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আসনসোলবাসীকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। বলেন, “আপনারা শুধু আসানসোলকে জেতাননি, বিজেপিকে মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন।“ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) প্রশংসায় করেন মমতা। ২১শে জুলাইয়ের সমাবেশে শত্রুঘ্নকে যোগ দেওয়া জন্য আহ্বান জানান মমতা।



Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version