Monday, August 25, 2025

মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। বিধায়কদের কোটি কোটি টাকা দিয়ে কিনছে। এত টাকা গেরুয়া শিবির পায় কোথা থেকে? মঙ্গলবার, আসানসোলের (Asansole) কর্মিসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে নূপুর শর্মা (Nupur Sharma) ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী (TMC Leader)।

মমতা বলেন, বাংলায় কারও বিরুদ্ধে কাটমানির অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিজেপি যে কোটি কোটি টাকা খরচ করে তার কোনও অডিট হয় না। মহারাষ্ট্রের সরকার ফেলার চেষ্টায় বিধায়ক কিনতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। নির্বাচিত সরকার ফেলার খেলায় নেমেছে। এর নাম গণতন্ত্র! বিপুল ব্যয় করে তৈরি করছে পার্টি অফিস। বিজেপির এত টাকার উৎস কী? তা নিয়ে তদন্ত হয় না।

নূপুর শর্মার নাম না করেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, যাঁরা উস্কানিমূলক মন্তব্য করেন তাঁদের গ্রেফতার না করে উল্টে নিরাপত্তা দেওয়া হয়। আর তিস্তা শীতলবাদের মতো সমাজকর্মীকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির নিন্দা বিশ্বজুড়ে হচ্ছে।

লোকসভা ভোটের জয়ের পর প্রথমবার আসানসোলে গেলেন মমতা। লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আসনসোলবাসীকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। বলেন, “আপনারা শুধু আসানসোলকে জেতাননি, বিজেপিকে মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন।“ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) প্রশংসায় করেন মমতা। ২১শে জুলাইয়ের সমাবেশে শত্রুঘ্নকে যোগ দেওয়া জন্য আহ্বান জানান মমতা।



Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version