Wednesday, August 27, 2025

মুম্বই ফিরে আমার সঙ্গে কথা বলুন: বিক্ষুব্ধদের আবেগঘন বার্তা উদ্ধবের

Date:

চরম আকার ধারণ করেছে মহারাষ্ট্রের(Maharastra) রাজনৈতিক সঙ্কট। সরকার ফেলার লক্ষ্য নিয়ে শীঘ্রই মহারাষ্ট্রে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিবিরের নেতা একনাথ শিন্ডে(Eknath Shinde)। এহেন পরিস্থিতির মাঝেই এবার শিন্ডে গোষ্ঠীকে আবেগঘন বার্তা দিলেন উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। আবেদন জানালেন, গুয়াহাটি থেকে মুম্বই ফিরে এসে তাঁর সঙ্গে কথা বলার।

এদিন বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তায় উদ্ধব বলেন, “আপনারা আটকে রয়েছেন গুয়াহাটিতে গত কয়েকদিন ধরে। প্রতিদিন আপনাদের নিয়ে নতুন তথ্য আসতে শুরু করছে। … আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আপনারা অনেকেই শিবসেনায় রয়েছেন। বহু পারিবারের লোকজনও আমার সঙ্গে যোগাযোগ করেছেন।” নিজের বার্তায় উদ্ধব বলেন, “শিবসেনা পরিবারের প্রধান হিসাবে আপনাদের ভাবনাকে আমি সম্মান করি। প্রধান হিসাবে আমি আমার মন থেকে বলছি, কোনও বিভ্রান্তি থাকলে সরিয়ে ফেলুন, কোনও সমাধান নিশ্চয় বের হবে। আপনাদের জন্য চিন্তা হচ্ছে। চলে আসুন এখানে কথা বলার জন্য।” যদিও শিন্ডে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কাউকে আটকে রাখেননি। ৫০ জন বিধায়ক তাঁর সমর্থনে রয়েছেন।

অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা নিচ্ছেন শিন্ডে। বর্তমানে অসমের গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন উদ্ধবের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিবসেনা নেতা একনাথ শিণ্ডে। এদিকে অঙ্কের হিসেবে যা জানা যাচ্ছে তাতে উদ্ধব সরকারকে ফেলতে একনাথ শিণ্ডের ৩৭ জন বিধায়ক প্রয়োজন। একনাথের দাবি, তাঁর সমর্থনে রয়েছে ৫০ জন বিধায়ক। যদিও এই হিসেব কতদূর মিলবে তা জানা যাবে আস্থা ভোটের লড়াইয়েই।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version