Saturday, August 23, 2025

পুতিনের আগ্রাসন ‘পুরুষতন্ত্রের বিষাক্ত উদাহরণ’: মন্তব্য জনসনের

Date:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine war) থামার কোনও লক্ষণ নেই। ইতিমধ্যেই বিশ্বের বাকি দেশগুলো রাশিয়ার আগ্রাসন নীতির (aggressive policy) সমালোচনা করেছে। ইউক্রেনের উপর ক্রমাগত নিজেদের দাপট দেখাতে একের পর এক পরিকল্পনা করে চলেছে রাশিয়া (Russia)। এর মাঝেই রাশিয়ার প্রেসিডেন্টের (President of Russia) নিন্দায় সরব ব্রিটিশ প্রধানমন্ত্রী Prime Minister of Britain)। পুতিনের কার্যকলাপকে পুরুষতন্ত্রের বিষাক্ত উদাহরণের সঙ্গে তুলনা টানলেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যদি নারী হতেন তাহলে কি ঠিক এভাবেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলত ? এমন প্রশ্ন তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। জি-৭ (G7) গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছে গেছেন জনসন । গতকাল অর্থাৎ মঙ্গলবার জার্মানির মাটিতেই পুতিনের যুদ্ধ অভিযানের তীব্র নিন্দা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পুতিন বাহিনী। আমেরিকার, ব্রিটেনের মতো জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও যুদ্ধ থামানোর কোনও ইঙ্গিত মেলেনি রাশিয়ার তরফে। বরিসের মন্তব্য, ‘‘পুতিন নারী হলে মনে হয় না এ ধরনের আগ্রাসী যুদ্ধাভিযান শুরু করতেন! তিনি অবশ্যই নারী নন, তা হলে কি এই ধরনের হিংসা চালিয়ে যেতেন!’’ বিশ্ব জুড়ে নারীদের ক্ষমতাশালী পদে থাকার ভালো দিক গুলো উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য, গোটা বিশ্ব চায় যুদ্ধ থামুক। শুধু চান না একা পুতিন। শান্তি প্রক্রিয়া শুরু না করার জন্য সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের দিকে আঙুল তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version