Tuesday, November 4, 2025

রাজ্যের ৬টি ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার, নিশ্চিহ্ণ বিজেপি

Date:

রাজ্যের ৬টি পুরসভার ছয় ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশিত হল বুধবার । ছ’টির মধ্যে ৪টিতেই তৃণমূলের জয়জয়কার। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী । বিজেপি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ঝালদায় কংগ্রেস এবং চন্দননগরে বাম প্রার্থী জয়ী হয়েছেন।

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীনাক্ষি দত্ত। ওই ওয়ার্ডের নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষি। অনুপম দত্তর হত্যার পরে এই ওয়ার্ডে উপনির্বাচন হয়। অনুপমের স্ত্রী মীনাক্ষিকেই এখানে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি ২ হাজার ২৭৪ ভোটে জয়ী হয়েছেন। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।  দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী।
দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডেও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের তাপস রায় পেয়েছেন ৪৪৫ টি ভোট।  ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডও নিজেদের দখলেই রাখল তৃণমূল। এই ওয়ার্ডে জয়ী হলেন  তৃণমূল প্রার্থী কনকলতা দাস। এখানেও দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম।

তবে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ৩২ বছর পর ফের জিতলেন বাম প্রার্থী। ১৩০ ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে ওয়ার্ড জিতলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়।

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। ওই ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দুর হত্যার পর উপনির্বাচন হয়। উপনির্বাচনেও কংগ্রেস নিজেদের দখলে রাখল ওয়ার্ড। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version