Wednesday, January 21, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) সফরে রয়েছে। এই সফরে ভারতীয় দল ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে, পাশাপাশি তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ এবং সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। তার আগে ভারতীয় দল (Team India) সফরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে করোনা আক্রান্ত (Corona Positive) হয়ে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এতদিন পর্যন্ত ঠিক ছিল না আদৌ রোহিত শর্মা এই টেস্টে ভারতীয় দলে খেলতে পারবেন কিনা।
টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তার জায়গায় এই টেস্টে ভারতীয় দল এক নতুন অধিনায়ক নিযুক্ত করেছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী দলের মিটিং এক নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই নতুন অধিনায়ক প্র্যাকটিস ম্যাচেও লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচেও রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
দলের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতীয় দলকে প্রভূত সমস্যার মুখোমুখী হতে হবে।
রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বছরের শুরুতেই বুমরাহকে দক্ষিণ আফ্রিকা সফরে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ইংল্যান্ড সফরের জন্য প্রথমে কেএল রাহুলকে রোহিত শর্মার ডেপুটি নিযুক্ত করা হয়েছিল।

spot_img

Related articles

শ্মশানে জ্বলল মশাল, কচিকাঁচাদের অভিনয়ে ভিন্ন ইতিহাস গড়ল শুশুনিয়া ঐকতান

নাটকের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাশ্মশানকে। নিস্তব্ধ অন্ধকার চিরে জ্বলছে মশাল আর বনফায়ারের আগুন। সেই প্রাকৃতিক আলো...

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...