Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রে আস্থাভোট কাল

Date:

মহা-নাটকের অবসান! জল্পনায় ইতি টেনে ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার পর ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন শিব সেনা ‘প্রধান’। পাশাপাশি বিধান পরিষদ সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।

বুধবার রাত নয়টা নাগাদ সুপ্রিম কোর্টের রায় আসে। সেই রায়ে নির্দেশ দেওয়া হয়, আগামীকালই অর্থাৎ বৃহস্পতিবারই বিধানসভায় আস্থা ভোট হবে। প্রসঙ্গত আস্থা ভোটের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন সকাল সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল উদ্ধব ঠাকরের শিবির। আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত জানায়, বিকেল পাঁচটায় শুনানি হবে। অবশেষে রাত ৯টা ১৫ মিনিট নাগাদ শীর্ষ আদালত জানিয়ে দেয়, স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না৷ যার অর্থ আগামিকালই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সরকারকে। এরপরই ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান উদ্ধব ঠাকরে।

এদিন সোশ্যাল মিডিয়ায় উদ্ধব ঠাকরে বলেন, “সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানাচ্ছি। অবশ্যই গণতন্ত্র মেনে চলা হবে।” শুধু তাই নয়, তাঁর ওপর আস্থা রাখার জন্য কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী ও এনসিপি প্রধান শরদ পাওয়ারকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন- নজরে একুশে জুলাইয়ের সমাবেশ: ১২ জুলাই উত্তরবঙ্গে অভিষেক

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version