Wednesday, August 27, 2025

একরাতের মধ্যে টুইটারে ফলোয়ার সংখ্যা বারোশো ছাড়িয়ে গিয়েছিল ‘তাঁর।’ অল্ট নিউজের (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবাইয়ের (md.zubair) একটি চার বছরের পুরনো টুইট (tweet) ফের সামনে এনে সতর্ক করেছিলেন ‘তিনিই।’ দিল্লি পুলিশ জুবাইয়েরকে গ্রেফতার করেছে।কিন্তু এই মুহূর্তে টুইটারের  জগৎ থেকে স্রেফ উধাও (delete) হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি।

গত ১৯ জুন, এই নিখোঁজ টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছিল যে জুবাইয়েরকে ঈশ্বরের অবমাননার জন্য গ্রেফতার করা উচিত। হনুমান ভক্ত নামে ওই টুইটার অ্যাকাউন্ট যিনি দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি অফিসিয়াল অভিযোগ করেছিলেন সেটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।  স্বাভাবিক ভাবেই রহস্য দানা বেঁধেছে। ‘হনুমানভক্ত@বালাজিকিজয়ইন’ নামের আড়ালে কোন মেঘনাদ ছিলেন, সেটা খুঁজতে শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কেন ওই ব্যক্তি অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন সেটা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আলোচনার কেন্দ্রে আসা এড়াতেই এই পদক্ষেপ করেছেন তিনি।

বুধবার, যখন জুবাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে টুইটার অ্যাকাউন্ট @balajikijaiin খোলার চেষ্টা করা হয়েছিল, তখন “এই অ্যাকাউন্টের অস্তিত্ব নেই” বার্তাটি দেখা গিয়েছে। জুবাইয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি ও বিদ্বেষ ছড়ানোর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগকারী টুইটার অ্যাকাউন্টে জুবাইয়ের গ্রেফতারের দিন মাত্র ১ টি টুইট এবং ১ জন ফলোয়ার ছিল, তবে গ্রেফতারের পর তা বেড়ে ১,২০০ হয়েছে। এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন যে,  আমরা জানতে পেরেছি যে অভিযোগকারী ব্যক্তি তার অ্যাকাউন্ট মুছে ফেলেছে। তবে এটি আমাদের তদন্তকে প্রভাবিত করবে না। আমরা বিষয়টি তদন্ত করছি কারণ জুবাইয়ের পুরনো টুইটটি অতিরঞ্জিত ।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version