RJ Mir: মীর-বিহীন মিরচি! ৯৮.৩ শতাংশ মন খারাপ নিয়ে ২৭ বছরের ইনিংস শেষ

"এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের।৬ই আগস্ট ’৯৪… Times FM,আমায় শোনার জন্য সবাইকে । তবে মির্চি ছেড়েছি। রেডিও নয়।কষ্ট হচ্ছে… একটু…. ওই 98.3% মতন।গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।"

আজ সকাল থেকেই মেঘলা আকাশ, রেডিও মিরচির (Radio Mirchi) মন ভারাক্রান্ত। তাঁদের ক্যাপ্টেন আজ তাঁদের থেকে দূরে চলে গেলেন। যেন মাথায় বজ্রাঘাত রেডিও প্রেমীদের। আর জে মীর (RJ Mir) ছাড়া সকালের কলকাতা, এ যে প্রায় অসম্ভব! তবু শুরু করলে শেষ তো হবেই। তাই এবার ইতি। রথের দিন সকাল সকাল নেটমাধ্যমের পোস্টে মীর আফসার আলি (Mir Afsar Ali) জানালেন, মির্চি (Mirchi) ছাড়ছেন তিনি। মন খারাপের বার্তা অনুরাগীদের।

রেডিয়ো থেকে মঞ্চ, ছোট পর্দায় সঞ্চালনার পরে বড় পর্দাতেও ক্রমশ নিজের আধিপত্য বিস্তার করেছেন মীর আফসার আলি। ছোটবেলা থেকে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। বিতর্কে জড়িয়েছেন কিন্তু প্রতিভার গুণে সবার মনে বিশেষ জায়গা দখল করে নিয়েছেন। আজ ১লা জুলাই রথের সকালে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তাঁর এক পোস্ট সঙ্গে দু যুগের বেশি সময় পুরনো এক ছবি। লেখা, “এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের।৬ই আগস্ট ’৯৪… Times FM,আমায় শোনার জন্য সবাইকে । তবে মির্চি ছেড়েছি। রেডিও নয়।কষ্ট হচ্ছে… একটু…. ওই 98.3% মতন।গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।” রেডিও, টিভি, সিনেমার পর্দা থেকে সর্বত্র মীরের অনায়াস এবং সাবলীল যাতায়াত। তিনি সংবাদ পাঠের জগত থেকে শুরু করে টেলিভিশনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সমান দক্ষতায়। শুধু হাস্যরসের অনুষ্ঠানে নয়, রেডিওয় তাঁর গলায় উঠে এসেছে একের পর এক বাংলা সাহিত্যের মণিমানিক্যও। সেই মীরের জীবনেই এবার এক বদলের ইঙ্গিত , হয়তো কোনও নতুন শুরু। তাহলে কি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি, নিজেই শুরু করবেন নয়া স্টেশন? প্রশ্নের উত্তর এখনও অধরা।