Saturday, November 8, 2025

দেশের অশান্তির জন্য নূপূর শর্মাকেই দায়ী করল সুপ্রিম কোর্ট

Date:

বিজেপি মুখপাত্র (সাসপেন্ডেড) নূপূর শর্মা গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। শুক্রবার নূপূর মামলার শুনানিতে স্পষ্ট করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে তার জন্য নূপূর শর্মাকেই দায়ী করল শীর্ষ আদালত।


আরও পড়ুন:বিতর্ক-বিক্ষোভ দূরে ঠেলে আজ থেকেই শুরু সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া


উল্লেখ্য, পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আগুন জ্বলেছিল দেশে। সেই আঁচ থেকে বাদ যায়নি বাংলাও।নূপূর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপূর শর্মা। তিনি আবেদন জানিয়ে দাবি করেন, তাঁর প্রাণ সংশয় রয়েছে। তবে নূপূরের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপূর শর্মাকে তিরস্কার করে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’ আদালত এও বলেছে, একটা মন্তব্যের জন্য দেশে যা ঘটেছে তার জন্য একা নূপূর শর্মাই দায়ী।


সুপ্রিম কোর্টে নূপূরের আইনজীবী বলেন, নূপূরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’’এমনকী সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকেও তীব্র ভর্ৎসনা করেছে।

 


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version