আটদিন পর মহানাটকের পরিসমাপ্তি হয়েছে। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। এবার তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বিধানসভায় শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সেই কারণে শনিবার ও রবিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
আরও পড়ুন- কেরলে সিপিএম পার্টি অফিসে ব্যাপক বোমাবাজি, কাঠগড়ায় কংগ্রেস
যদিও প্রথমে ঠিক ছিল, ফড়নবীশই মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে ছবিটা বদলে যায়। পরে জানানো হয়, মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শিন্ডে। এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করায় একনাথ শিন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবীশ এবং অন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।