Sunday, November 9, 2025

টালমাটাল পরিস্থিতি: ডলারের দর ঊর্ধ্বমুখী, রেকর্ড হারে পতন টাকার !

Date:

বেশ কিছুদিন ধরেই আশঙ্কা বাড়ছিল এবার বাস্তবেই তা ঘটল। কমল টাকার দাম (The record fall in the rupee), সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা! এ নিয়ে টানা ছ’টি সেশনে ডলারের নিরিখে টাকার দরে পতন হল। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। কী হবে? কাটছে না আশঙ্কার কালো মেঘ।

পরিস্থিতি বেশ জটিল। দেশে লাগাতার মুদ্রাস্ফীতির ( inflation)উদ্বেগের কারণে ডলারের বিপরীতে টাকার এই রেকর্ড পতন (The record fall in the rupee)। ডলারের বিপরীতে টাকার দরপতনের প্রভাব পড়ে সাধারণ মানুষ ও দেশের অর্থনীতিতে। টাকার দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানিকৃত পণ্য আরও ব্যয়বহুল হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হতে চলেছে দেশের অর্থনীতি। বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি হল। মার্কিন ডলারের নিরিখে টাকার দর আরও একবার নিম্নমুখী। বুধবার প্রতি ডলারের নিরিখে টাকার দর হয়েছে ৭৯ টাকা। টাকার দর ডলারের নিরিখে ১৮ পয়সা কমে গিয়ে দাঁড়িয়েছে ৭৯.০৩ টাকায়। এক্ষেত্রে প্রথমেই যে কারণটি উঠে আসে, সেটি হল রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা। সূত্রের খবর, ইউক্রেনে সামরিক অভিযানের পর বিশ্বের বাজারে রাশিয়াকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে আমেরিকাসহ পশ্চিমি দেশগুলো। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করায় তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়তে থাকে। পাশাপাশি ভারতের বাজারে আইএফএফ বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর (Foreign Institution Investor)-গুলির ক্রমাগত বিক্রি টাকার ওপর চাপ বাড়াতে শুরু করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের মুদ্রার ধারাবাহিক পতনের অন্যতম কারণ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এশিয়া মহাদেশে তেলের দাম প্রায় এক শতাংশ বেড়েছে। গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করেছে। মঙ্গলবার নতুন করে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১.০৮ ডলার বৃ্দ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে প্রভাব পড়েছে টাকার দরে।



Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version