Wednesday, December 3, 2025

লোকসভা নির্বাচন ২০২৪: বিজেপির দাবিকে ফুৎকারে উড়িয়ে ফিরহাদের চ্যালেঞ্জ- ”শূন্য পাবে বিজেপি”

Date:

২৪শে ২৫ পার- এই দাবি করছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। শনিবার, সাংবাদিক বৈঠকে সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য পাবে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল- আব কি বার, দোশো পার। সেই দম্ভ ধূলিসাৎ হয়েছে। একশোর গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। এবার ২৪শের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫ আসন পাবে বলে দলের কর্মীদের ভোকাল টনিক দেওয়া চেষ্টা করছেন রাজ্য সভাপতি। তাঁর সেই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, বিধানসভা নির্বাচনেও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছিল বাংলার মানুষ। একশোও পেরতে পারেনি তারা। এবার লোকসভায় দু-একটা আসন পেতেও পারে। তবে, তৃণমূলের লক্ষ্যে বিজেপি-কে বাংলায় শূন্য করা। এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে কলকাতার মেয়র বলেন, “সুকান্ত বাবু লিখে দিন, যদি বিজেপি ২৫টা আসন না পায় তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর কান ধরে ওঠবোস করবেন।“ ফিরহাদের কথায়, “এবার বিজেপি শূন্য পাবে লিখে রাখুন।“ আগের বার ধুঁয়ো তুলে কয়েকটি আসন পেলেও, এবার বিজেপির ভরাডুবি হবে। কারণ, গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপি-তে ছিলেন সেই নেতারা অনেকই এখন দলবদলে শাসকদল। সেই কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে শূন্য করে দেওয়াই লক্ষ্য তৃণমূলের।


Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...
Exit mobile version