লোকসভা নির্বাচন ২০২৪: বিজেপির দাবিকে ফুৎকারে উড়িয়ে ফিরহাদের চ্যালেঞ্জ- ”শূন্য পাবে বিজেপি”

২৪শে ২৫ পার- এই দাবি করছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। শনিবার, সাংবাদিক বৈঠকে সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য পাবে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল- আব কি বার, দোশো পার। সেই দম্ভ ধূলিসাৎ হয়েছে। একশোর গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। এবার ২৪শের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫ আসন পাবে বলে দলের কর্মীদের ভোকাল টনিক দেওয়া চেষ্টা করছেন রাজ্য সভাপতি। তাঁর সেই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, বিধানসভা নির্বাচনেও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছিল বাংলার মানুষ। একশোও পেরতে পারেনি তারা। এবার লোকসভায় দু-একটা আসন পেতেও পারে। তবে, তৃণমূলের লক্ষ্যে বিজেপি-কে বাংলায় শূন্য করা। এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে কলকাতার মেয়র বলেন, “সুকান্ত বাবু লিখে দিন, যদি বিজেপি ২৫টা আসন না পায় তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর কান ধরে ওঠবোস করবেন।“ ফিরহাদের কথায়, “এবার বিজেপি শূন্য পাবে লিখে রাখুন।“ আগের বার ধুঁয়ো তুলে কয়েকটি আসন পেলেও, এবার বিজেপির ভরাডুবি হবে। কারণ, গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপি-তে ছিলেন সেই নেতারা অনেকই এখন দলবদলে শাসকদল। সেই কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে শূন্য করে দেওয়াই লক্ষ্য তৃণমূলের।