Tuesday, August 26, 2025

মালদহে (Maldah) স্কুল বাস দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার পথে ৫০জন পড়ুয়া নিয়ে মালদহ-মানিচক রাজ্য সড়কে নয়ানজুলিতে উল্টে যায় মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি স্কুল বাস (School Bus)। স্থানীয়রাই বাসে জানলা ভেঙে পড়ুয়াদের উদ্ধার করেন। অনেকেই কমবেশি আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটা নাগাদ মালদহে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। স্কুল বাসটি দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে ১৩জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল বাসটিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা ছিল। স্কুল থেকে ফেরার পরে রাজ্য সরকারের উপরে ওঠে বাসটি। কিছুটা দূর যাওয়া মাত্র হঠাৎ বাঁদিকে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ থেকে ৪০ জন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা হল- ওম কুমার, বান্টি কুমার সিং, কৌশিক বর্মন, অদ্বৈত রাজ, শুভজিৎ সিং, উজ্জ্বল দাস, বিশাল কুমার ও দেবজিৎ পাল। জখন পড়ুয়াদের প্রত্যেকেই সপ্তম থেকে দশম শ্রেণীতে লেখাপড়া করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও ট্রাফিক পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।


Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version