পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী। চলতি সপ্তাহের শেষে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ থেকেই ১-২ ডিগ্রি করে তাপমাত্রা কমতে শুরু করবে। পরিষ্কার আকাশে আপাতত কয়েকদিন জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।
সকালে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশের। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।মঙ্গলবার ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বুধবার সকালে কমে তা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তর পশ্চিমের বাতাস বইছে। ফলে শীতের আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে।
–
–
–
–
–
–
–
–
