Monday, August 25, 2025

কলকাতা পুরসভায় এবার চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং সেন্টার, যা আগেই সতর্ক করবে

Date:

চিকিৎসা পরিসংখ্যানে দেখা গিয়েছে মারণব্যাধি ক্যানসার বেশিরভাগ রোগীর শরীরে ধরা পড়ে একেবারে শেষ মুহূর্তে। যখন চেষ্টা করেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। স্টেজ-৩ অথবা স্টেজ-৪এ গিয়ে ক্যানসার ধরা পড়লে অনেকের চিকিৎসা করানোর সামর্থ্যটুকু থাকে না। ফলে চোখের সামনে প্রিয়জনকে তিলে তিলে কষ্ট পেতে দেখতে হয়। যার শেষ পরিণতি মৃত্যু।

তবে তিলোত্তমার বুকে এবার বোধহয় সেই অসহায় ছবি বদলাতে চলেছে। কলকাতায় এবার মেয়র ক্লিনিক-সহ কলকাতা পুরসভার প্রতিটি বরোতে একটি করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে চালু হচ্ছে ক্যানসার স্ক্রিনিং।

এই ক্যানসার স্ক্রিনিংয়ের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন বলেন, ধরাযাক সামান্য উপসর্গ বহুদিন ধরেই ভোগাচ্ছে। মানব শরীরের বিভিন্ন অংশে একটা অস্বস্তিকর কোনও কিছুর অস্তিত্ব যা থেকে পরবর্তীকালে ক্যানসার হলেও হতে পারে। কিন্তু আপনি সামান্য বিষয় ভেবে এড়িয়ে যাচ্ছেন। পরে যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। শেষরক্ষা করা যায় না। স্ক্রিনিং সেন্টারের গুরুত্ব ঠিক এখানেই। স্ক্রিনিং সেন্টারে টেস্ট করাতে এলে কোনও মানুষের মৃদু ক্যানসার উপসর্গ ধরা পড়তে পারে। আর যদি সেটা হয়, তাহলে তাঁদের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালে যেতে পারবেন ওই ব্যক্তি।

ক্যানসার স্ক্রিনিং সেন্টার নিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই ধরনের সেন্টারের পরিকাঠামোর জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কলকাতা পুরসভা। বেশ কিছু বড় বেসরকারি হাসপাতালে এই ধরনের রেফারেলের জন্য ১০টি করে বেড-এর কোটা রাখতে বলা হয়েছে। সেখানে পুরস্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার হওয়া ক্যানসার রোগীর চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।

দেখে নিন কোথায় কবে স্ক্রিনিং


Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version