Tuesday, November 4, 2025

নুপুর শর্মাকে উপযুক্ত জবাব দিয়ে শিরোনামে বিচারপতি সূর্য কান্ত

Date:

দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে ঘিরে। এবার তাঁকে সরাসরি জবাব দিলেন বিচারপতি সূর্যকান্ত (Surya Kanta)। খবর প্রকাশ্যে আসতেই রাতারাতি শিরোনামে সুপ্রিম কোর্টের বিচারপতি।

জেলা আদালত থেকে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সূর্যকান্ত এর আগে একাধিক বিতর্কিত কেসের শুনানি করেছেন। পাঞ্জাব, হরিয়ানায় কৃষকদের ফসল কাটার পর মাঠে আগুন দেওয়াতে দূষণের সমস্যা নিয়ে মামলায় হাইকোর্টে সেই বিচারপতির এজলাসেই ওঠে একদিন। নিজে কৃষক পরিবার থেকে বড় হয়েছেন তাই খুব ভালো করে বুঝেছেন মাঠের কষ্ট। কোনও অপরাধ ছোট বা বড় এই ভিত্তিতে জামিন হওয়া উচিত বা অনুচিত – এই তত্ত্বে বিশ্বাস করেন না তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে সূর্য কান্ত ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। হরিয়ানার হিসারের বাসিন্দা সূর্য কান্ত বিচারকের চাকরি করার আগে ছিলেন আইনজীবী। তিনি সংবিধান, পরিষেবা এবং নাগরিক অধিকার বিষয়ক আইনের একজন বিশেষজ্ঞ। একটা সময় হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

সুপ্রিম কোর্টের (Supreme Court) সেই বিচারপতি সূর্য কান্তই শুক্রবার বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন। তাঁর ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি ছিলেন জেবি পরদিওয়ালা। কিন্তু মূল কাজটি করেছেন বিচারপতি সূর্যকান্ত। ওনার ডিভিশন বেঞ্চেই নূপুর শর্মার তরফে আর্জি জানানো হয়েছিল যাতে দেশের নানা আদালতে তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলি দিল্লিতে শুনানির ব্যবস্থা করা হয়। দুই বিচারপতি নূপুরের হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আসার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।

নুপুর শর্মাকে কার্যত জবাব দিয়ে বিচারপতি বলেছেন, নুপুর দেশের মানুষের আবেগকে নষ্ট করেছেন। উদয়পুরের ভয়াবহ কান্ড নূপুর শর্মার জন্যই ঘটেছে বলেও বিচারপতি উল্লেখ করেন। সেই কারণে নূপুর শর্মাকে ক্ষমা চাওয়ার কথাও বলে আদালত। এজলাসে নূপুর শর্মার আইনজীবীরা নূপুরের অনৈতিক এবং বিদ্বেষ মূলক মন্তব্যের প্রেক্ষিতে ভুল যুক্তি তৈরি করবার চেষ্টা করেছিলেন বটে। কিন্তু বিচারপতি কার্যত প্রত্যেকের মুখ বন্ধ করেছেন।



Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version