ভারী বৃষ্টির মধ্যেই বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০ জনের মৃত্যু

বাজ পড়ে বিহারে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন।এইনিয়ে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

আরও পড়ুন:FBI- এর প্রথম ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় একমাত্র মহিলা! কে এই ‘ক্রিপ্টোকুইন’?

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।


 


Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমণিপুর ধসে চাপা পড়ে মৃত জওয়ান, দেহ ফিরছে বসিরহাটে