Sunday, November 23, 2025

ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ আমেরিকার, ‘ভ্রান্ত-বিভ্রান্তিকর তথ্য’, পাল্টা নয়াদিল্লি

Date:

Share post:

ভারতের(India) ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত উদ্বেগ জনক অবস্থায়। এমনটাই অভিযোগ তুলে রিপোর্ট পেশ করেছিল ‘মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। তবে এই অভিযোগ পত্র পাঠ খারিজ করে দেওয়া হল নয়া দিল্লির(New Delhi) তরফে। ভারতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত যে রিপোর্ট পেশ হয়েছে তা ভ্রান্ত এবং বিভ্রান্তিকর, ভারত সম্পর্কে সম্যক জ্ঞানের অভাব।

সম্প্রতি ‘মার্কিন কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমে’র (USCIRF) তরফে তাদের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়। যেখানে চিন, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতকেও ধর্মীয় স্বাধীনতার নিরিখে বিশেষ উদ্বেগ জনক দেশ হিসেবে চিহ্নিত করে। বলার অপেক্ষা রাখে না, মার্কিন ওই রিপোর্ট আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিতে একটি বড় ধাক্কা। আর এই রিপোর্ট প্রকাশের পরই কড়া অবস্থান নিল বিদেশ মন্ত্রক। রিপোর্টকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ভারত সম্পর্কে পক্ষপাতদুষ্ট এবং ভ্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। এই ধরনের মন্তব্যগুলি ভারত এবং এদেশের সাংগঠনিক কাঠামো সম্পর্কে চরম অজ্ঞতার পরিচয়। USCIRF লাগাতার উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মন্তব্যগুলি করছেন, সেটা শুধুই এই কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আরও বাড়াচ্ছে।” অবশ্য মার্কিন কমিটির লাগাতার এই ভারত বিরোধিতার যে উদ্দেশ্যপ্রণোদিত তার প্রমাণও পাওয়া গিয়েছে সম্প্রতি। এই কমিটির একাধিক সদস্যকে ভারত বিরোধী মৌলবাদী সংগঠনের মঞ্চে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে ডিসিনফো ল্যাব নামক সংস্থার রিপোর্টে।


spot_img

Related articles

বিনিয়োগ-কর্মসংস্থানে জোর! অত্যাধুনিক শিল্পতালুক গড়ে উঠছে ধর্মায়

আরও একটি অত্যাধুনিক শিল্পপার্ক গড়ে উঠছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে প্রায় ৭ একর জমির উপর...

সোমবার সন্ধ্যায় ফল প্রকাশ নবম-দশমের শিক্ষক নিয়োগের

রাজ্য শিক্ষক নিয়োগে ফের জোরকদমে কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম...

ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

ঘোষিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজের দল। জল্পনা মতোই এই সিরিজে খেলতে পারবেন না শুভমান গিল।...

SIR ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি! সোমে বৈঠকে অভিষেক, মঙ্গলে মিছিলে নেত্রী 

অপরিকল্পিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্য জুড়ে তীব্র ধোঁয়াশা ও আতঙ্ক অব্যাহত। বহু মানুষ নথিপত্রের চাপ সামলাতে...