Thursday, August 21, 2025

ঢাক ঢোল পিটিয়ে ব্রিগেডের মঞ্চে মোদির উপস্থিতিতে বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। যদিও গো-হারা হারের পর রাজনীতিতে আর টিকি দেখা যায়নি মিঠুনের। তবে ফের বঙ্গ রাজনীতিতে আগমণ হতে চলেছে মিঠুনের। শুধু তাই নয়, বিজেপি সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে(Loksabha election) উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হবে তাঁকে। তাই এখন থেকেই রাজ্য রাজনীতিতে মিঠুনকে সক্রিয় করতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী। যেতে পারেন বিজেপির রাজ্য সদর দপ্তরে। আর সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা হতে পারে ‘ফাটাকেষ্ট’র। এদিন মিঠুন চক্রবর্তীর কলকাতায় আসার খবর জানান খোদ সুকান্তই। আর তারপর থেকে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এপ্রসঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দলীয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।”

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে মিঠুন চক্রবর্তীর ফের আগমন প্রসঙ্গে বঙ্গ রাজনীতিতে যখন জল্পনা শুরু হয়েছে, ঠিক সেই সময় বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তর কলকাতার কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এখন থেকেই দলে মিঠুনকে সক্রিয় করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- জম্মুতে নিরাপত্তাবাহিনীর হাতে গ্রেফতার জঙ্গি বিজেপি আইটি সেলের প্রাক্তন প্রধান

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version