Sunday, August 24, 2025

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মৌখিক, রায় নয়: ভর্ৎসনার পরও নূপুরের পাশে আইনমন্ত্রী

Date:

সুপ্রিমকোর্টের(supreme court) তীব্র ভর্ৎসনার পরও বিতর্কিত নেত্রী নূপুর শর্মার পাশেই দাঁড়াল গেরুয়া শিবির। আদালতের পর্যবেক্ষণকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু(Kiran Rijiju) জানালেন, নূপুর শর্মাকে(Nupur Sharma) নিয়ে আদালত যা বলেছে তা পর্যবেক্ষণ, লিখিত রায় নয়। খোদ আইনমন্ত্রী এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।

কেন্দ্রীয় সরকার যে শুরু থেকে নূপুরের পাশেই দাঁড়িয়ে রয়েছে তা আকারে ইঙ্গিতে বেশ স্পষ্ট। আর সেই পথেই এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্পর্কে জানান, “একজন আইনমন্ত্রী হিসাবে আমার বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। তাছাড়া এটা তো মৌখিক পর্যবেক্ষণ। এটা কোনও লিখিত রায় নয়। সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে এটা নিয়ে কথা বলব। আমার যদি এই পর্যবেক্ষণে সমস্যা থাকে বা যেভাবে এটা বলা হয়েছে সেটা নিয়ে প্রবল আপত্তি থাকে তাহলেও এটা নিয়ে কিছু বলব না।”

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে জানানো হয়, “নূপুর শর্মার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো। রাজনৈতিক দলের মুখপাত্র হলেই যা মুখে এল, তা বলে দেওয়া যায় না।” শুধু তাই নয়, আদালত আরও জানায়, তাঁর মন্তব্যের জন্যই দেশে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে আগুন জ্বলছে। এমনকী উদয়পুরের নৃশংস ঘটনার নেপথ্যেও দায়ী নূপুর শর্মার উসকানিমূলক মন্তব্য। এর জন্য ক্ষমা চাইতেও দেরি করেছেন তিনি। তাঁর উচিত প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া। এদিকে আদালতের পর্যবেক্ষণের পর বিজেপি সরকারকে তুলোধোনা করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের (TMC) তরফে টুইট করে বলা হয়েছে, এতকিছুর পরও নূপুর শর্মাকে যেভাবে অমিত শাহ (Amit Shah) এবং দিল্লি পুলিশ আড়াল করছে সেটা লজ্জার।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version