Friday, November 7, 2025

Ravindra Jadeja: আইপিএল অতীত, দেশের হয়ে ভালো পারফরম্যান্স করাই লক্ষ‍্য জাড্ডুর

Date:

শনিবার এজবাস্টনে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতের ( India) হয়ে দুরন্ত ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ১০৪ রান করেন তিনি। জাড্ডুর ইনিংসে ভর করেই একটা লড়াইয়ের জায়গায় পৌঁছায় টিম ইন্ডিয়া। শনিবার যখন ব‍্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন, ঠিক তার একমাস আগেই আইপিএলে বিতর্কের কেন্দ্র ছিলেন তিনি। আইপিএলে ছন্দে না থাকা, তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা, দলের ব্যর্থতা, চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ইস্তফা এবং শেষে চোটের জন্য প্রতিযোগিতা থেকেই ছিটকে যাওয়া। সব কিছু নিয়ে শিরোনামে নামে ছিলেন জাদেজা। শনিবার যেন ছিল সেইসব বিতর্ক সমলোচনার জবাব দেওয়ার পালা। আর এজবাস্টনে সেটাই যেন করলেন স‍্যার জাদেজা। যদিও জাদেজা এসব মানতে নারাজ। বরং দেশের হয়ে লড়াকু ইনিংস খেলতে পেরে উচ্ছসিত তিনি।

সাংবাদিক সম্মেলনে এই নিয়ে জাদেজা বলেন,” যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আইপিএল আমার আর মাথায় নেই। যখন ভারতীয় দলের হয়ে খেলি, তখন আমার ভাবনায় শুধু ভারতীয় দলই থাকে। সব সময়ই আমার কাছে বিষয়টা একই রকম। দেশের হয়ে ভাল পারফরম্যান্স করার থেকে তৃপ্তির আর কিছু নেই।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” দেশের বাইরে, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে এমন খেলতে পারলে অবশ্যই ভাল লাগে। শতরান একজন ক্রিকেটারের কাছে সব সময় বড় ব্যাপার। এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বল ভাল সুইং করছিল। আবহাওয়াও ঠিক ছিল বোলারদের পক্ষে। তাই এই শতরানের অনুভূতি একদমই অন্য রকম।”

শনিবার টেস্টের দ্বিতীয় দিনের যশপ্রীত বুমরাহের দাপটে দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ্যা দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৮৪। ৩৩২ রানে এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন:Jaspreet Bumrah: রেকর্ড ভাঙার জন‍্য বুমরাহকে টুইটারে অভিনন্দন লালার

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version