Saturday, August 23, 2025

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনের মধ্যেই বুধবার রাতে মুখ্যমন্ত্রীর গদি ছাড়েন উদ্ধব ঠাকরে। নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দলেরই বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে। একই দলে দুই বিভাজন। আর আজই তার সমাপ্তি ঘটতে চলেছে। কারণ আজই বিধানসভায় সভায় একনাথ শিবিরকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

আরও পড়ুন:কারা বলছে পরিবারতন্ত্রের কথা? খোদ বিজেপির পরিবারতন্ত্রের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


রাজনৈতিক মহলের অনুমান, খুব বড়সড় মীরাকেল না ঘটলে এই পরীক্ষাতেও সহজেই উত্তীর্ণ হয়ে যাবেন একনাথ শিন্ডে। দু’দিনের বিশেষ অধিবেশনে সেই পরীক্ষায় নামবে একই দলের দুই শিবির। আস্থা ভোটে আগে বড়সড় ধাক্কা খেয়েছে উদ্ধব শিবির। গতকালের স্পিকার নির্বাচনের ভোটে হারতে হয়েছে তাদের। নতুন স্পিকার হয়েছেন বিজেপির রাহুল নরওয়েকর। তাঁর সভাপতিত্বেই এদিন আস্থা ভোট হবে বিধানসভায়।


এদিকে স্পিকার পদে নির্বাচিত হওয়ার পরই রাহুল নরওয়েকর শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে উদ্ধব শিবিরের অজয় চৌধুরীকে সরিয়ে সেখানে একনাথ শিন্ডেকে ফেরান। সেনার মুখ্য সচেতক বদে বসানো হয়েছে শিন্ডে শিবিরের নেতা ভরত গোগাওয়ালেকে। এর আগে ওই পদে ছিলেন উদ্ধব শিবিরের সুনীল প্রভু।বিদ্রোহের জেরে শিন্ডেকে ওই পদ থেকে সরানো হয়েছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর আবারও আগের পদে ফিরলেন একনাথ। সেই সঙ্গে দলের মুখ্য সচেতক পদ থেকেও উদ্ধব শিবিরের নেতাকে সরানো হল। এর জেরে শিবসেনার অন্দরে উদ্ধব বনাম শিন্ডে সঙ্ঘাত আরও জোরালো হল বলেই মনে করা হচ্ছে।


Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version