Wednesday, November 5, 2025

চলে গেলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার।  সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। বর্ষীয়ান পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

আরও পড়ুন:জীবনপুরের পথিক: তরুণ মজুমদার (১৯৩১- ২০২২)

কিংবদন্তি পরিচালকের মৃত্যুতে শোকে বিহ্বল অভিনেত্রী সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন,’কিছু বলার ভাষা নেই’।

এদিন পরিচালকের মৃত্যুতে কান্না ভেজা গলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “মনটা খুবই ভারাক্রান্ত লাগছে। ওঁর সঙ্গে কাজের অনেক স্মৃতি রয়েছে। আমরা প্রথম ছবি করেছিলাম আলো। যা বাংলা সিনেমায় একটি বড় জায়গা তৈরি করে দিয়েছিল। বাংলা সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক ছবি। এরপর চাঁদের বাড়ি করেছি। সম্প্রতি ভালবাসার বাড়ি ছবিটি করেছি। উনি বাংলা সিনেমার স্তম্ভ। ওঁর অবদানের শেষ নেই। মনটা খুব অস্থির হয়ে আছে।”


অভিনেত্রী শতাব্দী রায় বলেন,’বাংলা ইন্ডাস্টির এক অধ্যায়ের শেষ হল। একটা কমার্শিয়াল ছবি মিষ্টিতার সঙ্গে বানানোর মত কৃতিত্ব আর বোধহয় কোনও পরিচালকের নেই। এমন বড় মাপের পরিচালককে আজ আমরা হারালাম।’


এদিন শোকে বিহ্বল হয়ে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘তাঁর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু। শুরুর দিনগুলো কোনওদিনই ভুলতে পারব না। উনি আমার পিতৃসম। তাঁর মৃত্যুতে আর এক বাবাকে হারালাম”।

 


তরুণ মজুমদারের মৃত্যুতে অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, ‘তাঁর সিনেমায় মিষ্টতা থাকত। অত্যন্ত গুণী পরিচালক ছিলেন তিনি। তাঁর সঙ্গে কাজ করার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে।আমার সৌভাগ্য যে আমি ওঁর পরিচালিত একটি ছবিতে অভিনয় করতে পেরেছি। এই মুহূর্তে তাঁর আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছুই নেই।’

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version