Sunday, May 4, 2025

চলে গেলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার।  সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। বর্ষীয়ান পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

আরও পড়ুন:জীবনপুরের পথিক: তরুণ মজুমদার (১৯৩১- ২০২২)

কিংবদন্তি পরিচালকের মৃত্যুতে শোকে বিহ্বল অভিনেত্রী সন্ধ্যা রায়। তরুণ মজুমদারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন,’কিছু বলার ভাষা নেই’।

এদিন পরিচালকের মৃত্যুতে কান্না ভেজা গলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “মনটা খুবই ভারাক্রান্ত লাগছে। ওঁর সঙ্গে কাজের অনেক স্মৃতি রয়েছে। আমরা প্রথম ছবি করেছিলাম আলো। যা বাংলা সিনেমায় একটি বড় জায়গা তৈরি করে দিয়েছিল। বাংলা সিনেমার ইতিহাসে একটি ল্যান্ডমার্ক ছবি। এরপর চাঁদের বাড়ি করেছি। সম্প্রতি ভালবাসার বাড়ি ছবিটি করেছি। উনি বাংলা সিনেমার স্তম্ভ। ওঁর অবদানের শেষ নেই। মনটা খুব অস্থির হয়ে আছে।”


অভিনেত্রী শতাব্দী রায় বলেন,’বাংলা ইন্ডাস্টির এক অধ্যায়ের শেষ হল। একটা কমার্শিয়াল ছবি মিষ্টিতার সঙ্গে বানানোর মত কৃতিত্ব আর বোধহয় কোনও পরিচালকের নেই। এমন বড় মাপের পরিচালককে আজ আমরা হারালাম।’


এদিন শোকে বিহ্বল হয়ে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘তাঁর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু। শুরুর দিনগুলো কোনওদিনই ভুলতে পারব না। উনি আমার পিতৃসম। তাঁর মৃত্যুতে আর এক বাবাকে হারালাম”।

 


তরুণ মজুমদারের মৃত্যুতে অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, ‘তাঁর সিনেমায় মিষ্টতা থাকত। অত্যন্ত গুণী পরিচালক ছিলেন তিনি। তাঁর সঙ্গে কাজ করার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে।আমার সৌভাগ্য যে আমি ওঁর পরিচালিত একটি ছবিতে অভিনয় করতে পেরেছি। এই মুহূর্তে তাঁর আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছুই নেই।’

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version