Sunday, August 24, 2025

টাকা ছাড়াও শিবসেনার বিক্ষুব্ধদের ‘আরও কিছু’ দেওয়া হয়েছে: গুরুতর অভিযোগ মমতার

Date:

ঘোড়া কেনাবেচার অঙ্কে বিজেপির আরও এক ‘মিশন লোটাস’ সফল হয়েছে মহারাষ্ট্রে। সোমবার সম্পন্ন হয়েছে আস্থাভোট(Confidence Motion)। বিক্ষুব্ধ শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের(Eknath Shinde) নেতৃত্বে বিজেপির(BJP) সঙ্গে জোট বেধে গঠিত হয়েছে সরকার। এহেন পরিস্থিতির মাঝেই এবার মহারাষ্ট্র রাজনীতি(Maharastra Politics) নিয়ে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিন্ডে সরকারকে ‘অবৈধ সরকার’ বলে তোপ দাগার পাশাপাশি তিনি জানালেন, উদ্ধব সরকারকে ফেলতে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের বিপুল অর্থের পাশাপাশি আরও অনেক কিছু দেওয়া হয়েছে।

সোমবার সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’তে দেওয়া সাক্ষাতকারে মহারাষ্ট্র রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে নবগঠিত শিন্ডে সরকার সম্পূর্ণরূপে অবৈধ। ওনারা সরকারে এসেছেন ঠিকই কিন্তু মহারাষ্ট্রবাসীর হৃদয় জিততে পারেননি। এরপরই গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের বিপুল টাকার পাশাপাশি আরও অনেক কিছু দেওয়া হয়েছে।” এরপর পাল্টা প্রশ্ন ওঠে ‘আরও অনেক কিছু’ বলতে তিনি কী বোঝাতে চাইছেন? এবিষয়ে অবশ্য কৌশলী পথ নেন তৃণমূল নেত্রী তিনি বলেন, “কিছু ক্ষেত্রে কিছু না বলাই ‘সোনা’, কিছু বললে তা ‘রুপো’ হয়ে যায়।” শুধু তাই নয়, এদিনের সাক্ষাতকারে মুখ্যমন্ত্রী বিজেপিকেও তুলোধনা করতে ছাড়েননি। বিজেপিকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগামী নির্বাচনে বিজেপিকে বুলডোজার দেখাবে দেশের জনতা।”


Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version