Tuesday, November 11, 2025

চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন! তরুণ মজুমদারের স্মৃতিচারণায় টলিপাড়া

Date:

সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের ৯১ বছরের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ততার মাঝে এই খবর টলিপাড়ায় পৌঁছতে দেরি হয়নি একটুও। বর্ষীয়ান চিত্র পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।  তাঁর স্মৃতিচারণায় চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, ‘ছেলেবেলা থেকে তরুণ মজুমদারের কাজ দেখে বড় হয়েছি। তাঁর কাজ দেখে আমরা কাজ শিখেছি। তাঁর ছবিতে বাংলার মাটির গন্ধ আমরা পেয়েছি। তাঁর মত পরিচালককে আজ আমরা হারিয়েছি। এরকম অভিভাবককে আমরা আর খুঁজে পাব না।’

আরও পড়ুন:Tarun Majumdar: হবে না শেষকৃত্য, মরণোত্তর দেহদান তরুণের, সিদ্ধান্তকে সম্মান রাজ্যের

পরিচালক তরুণ মজুমদারকে অবশ্য খাঁটি পরিচালকের দৃষ্টি দিয়েই দেখেছেন গৌতম ঘোষ (Goutam Ghosh)। এদিন প্রবীণ পরিচালকের প্রয়াণ সংবাদ শুনে যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না তাঁর। প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, ‘এটা কি ক্ষতি নাকি অন্য কিছু? আমি কিছুই বলতে পারছি না। এত ভাল করে ছবি বানাতেন, এত নিয়মানুবর্তিতার সঙ্গে কাজ করতেন, এমনটা সাধারণত দেখা যায় না।বিভিন্ন স্বাদের ছবি বানাতেন। অনেক কিছু শিখেছি তাঁর থেকে। চিরকাল তাঁকে মনে রাখব আমরা। জুনিয়রদেরও শ্রদ্ধা করতেন তরুণ মজুমদার। আক্ষেপের শেষ নেই। তবে এ তো নিয়তি। মেনে নিতেই হবে।’


অন্যদিকে, সঙ্গীত পরিচালক তথা গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এমন একজন ডিরেক্টর যাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ আর কোনও চিত্র পরিচালক করেছিলেন কিনা আমার জানা নেই।উনি দেখিয়ে দিয়েছেন ছবি সবার জন্য বানানো যায়।’

‘‘ জীবনের শেষ সফর সুন্দর হোক, কিংবদন্তি’’- সামাজিক মাধ্যমে এ ভাষাতেই প্রয়াত পরিচালক তরুণ মজুমদারকে শ্রদ্ধা জানালেন সৃজিত মুখোপাধ্যায় ৷ তিনি লিখেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহার যে কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জ ছিল, তার শেষ নাম আজ আমাদের ছেড়ে চলে গেলেন ৷ তাঁর ছবির নৈপুণ্যে বক্স অফিসের সাফল্যের পরশপাথরের রহস্যভেদ হয়েছিল ৷

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version