Sunday, November 9, 2025

নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূল

Date:

Share post:

“নুপুর শর্মা এখনও গ্রেফতার হল না কেন? এখনই গ্রেফতার করা হোক বিজেপির মুখপাত্রকে। নূপুরের উস্কানিমূলক মন্তব্যের পর উদয়পুর ও জম্মুর ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। ঘটনায় জড়িত জঙ্গিদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি প্রকাশ্যে এসেছে। আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।” নূপুর শর্মা কাণ্ড ও তাকে কেন্দ্র করে উদয়পুরের পাশবিক ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন কুণাল ঘোষ-শশী পাঁজা।

কুণাল ঘোষ বলেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, তখন ধর্মীয় মেরুকরণ ও হিংসার রাজনীতি করে নজর ঘোড়ানোর চেষ্টা করছে বিজেপি। নুপুর শর্মার ঘটনা তার উদাহরণ। এরপর উদয়পুরের ঘটনা। তার জন্যই নারকীয় হত্যা হয়েছে। নুপূর শর্মা বিষ ঢাললেন। আর ভুগতে হচ্ছে দেশবাসীকে। দেশের জন্য যা ভয়ঙ্কর।”

কুণাল ঘোষের আরও সংযোজন, “নূপুর শর্মার উস্কানিমূলক বিবৃতির পর উদয়পুর কাণ্ডে ধৃত রিয়াজ আটারির সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছে। জম্মুতে এক জঙ্গিকে ধরা পড়েছে। জঙ্গি তালিব হোসেন একসময় ছিল বিজেপির আইটি সেলের প্রধান। রিয়াজ, তালিব হোসেনের মতো জঙ্গিদের ব্যবহার করে দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি। নিজেরাই লোক মারছে, আর অন্যের নামে দোষারোপ করছে।”

এরপরই কুণাল ঘোষ ও শশী পাঁজা একযোগে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তোলেন। লস্করই তৈবার আঁতুরঘর কোথায়? তাঁদের কথায়, জঙ্গিদের সঙ্গে বিজেপির কী যোগ, আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে স্বাধীন এবং বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

 

আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চান মিঠুন চক্রবর্তী”, কেন এমন বললেন কুণাল?

spot_img

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...