Thursday, November 13, 2025

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে রাজ্যে গণতন্ত্র রক্ষা  করার বার্তা ধনকড়ের

Date:

“রাজ্যে গণতন্ত্র রক্ষা করব”, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে তিনি মাল্যদান করেন। এদিনও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছেন। তাঁর মন্তব্যের পর ফের রাজ্য রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিল।

এদিন রাজ্যপাল বলেন, বাংলায় শ্যামাপ্রসাদের রেখে যাওয়া ঐতিহ্য গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলার ‘শুভবুদ্ধিসম্পন্ন’ মানুষের তাই প্রতিবাদ জানানো উচিত।এ দিন ধনকড় বলেন, “দেশভাগের সময় যে বিপদ ঘনিয়ে এসেছিল,  তা প্রতিহত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তুষ্টিকরণ, সাম্প্রদায়িকতায় পৃষ্ঠপোষকতা গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক। সংবিধান নিরপেক্ষ, সমানাধিকার এবং ন্যায়বিচারের কথা বলে। কেন্দ্রীয় সরকার সেই নীতি মেনেই চলছে। সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস নীতি নিয়ে এগিয়ে চলেছে কেন্দ্র। আজ বাংলার মনুষকে বলব, শ্যামাপ্রসাদের দোহাই, আর চুপ করে থাকবেন না। নীরবতা ভাঙুন। এ ভাবে বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। এই নীরবতায় অত্যন্ত ব্যাথিত আমি। কলকাতা হাইকোর্ট বলেছে, বাংলার সর্বত্র সিন্ডিকেট এবং তোলাবাজির রাজত্ব চলছে।” রাজ্যপাল আরও বলেন, “বাংলার ন’কোটি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলা গণতন্ত্রকে ধূলিসাৎ হতে দেব না আমি। সংবিধান এবং আইনের রক্ষা করবই।”

প্রতিটি শব্দের মধ্য দিয়ে তিনি কার্যত রাজ্যকে আক্রমণ করেছেন। তবে এই একই ইস্যু তুলে এর আগেও একাধিকবার তিনি রাজ্যকে তোপ দেগেছিলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,  রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের শব্দ প্রয়োগ করছেন ধনকড়। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুর্ বরাবরই কথা বলেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপির তল্পিবাহক রাজ্যপাল। রাজ্যের সমালোচনা করা ছাড়া ওনার কোনও কাজ নেই।

 

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version