Wednesday, August 27, 2025

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা নকভির, উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জল্পনা

Date:

রাজ্যসভায়(RajyaSabha) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবার মুখতার আব্বাস নকভিকে টিকিট না দেওয়ার জল্পনা শুরু হয়েছিল হয়ত উপরাষ্ট্রপতি(Vice Precident) প্রার্থী করা হতে পারে তাঁকে। সেই জল্পনার মাঝেই এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি(Mukhtar Abbas Naqvi)।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত বৈঠক ডাকা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। সেই বৈঠকের পরই প্রকাশ্যে আসে নকভির ইস্তফার বিষয়টি। নকভির পাশাপাশি ইস্তফা দিয়েছেন সদ্য জেডিইউ থেকে বিজেপিতে যোগ দেওয়া মন্ত্রী আরসিপি সিং। এই দুই মন্ত্রিই রাজ্যসভার সাংসদ ছিলেন। আগামী বৃহস্পতিবারই রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তাঁদের। ফলে নতুন করে টিকিট না পাওয়ায় এমনিতেই ইস্তফা দিতে হত দু’জনকে। সেই মতো এদিন ইস্তফা দিলেন ওই দুই মন্ত্রী।

এদিকে নকভি পদত্যাগ করায় উপরাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়ার জল্পনা নতুন করে উস্কে উঠেছে। এবারের রাজ্যসভা নির্বাচনে নকভিকে প্রার্থী না করার পর থেকেই এই জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, আদিবাসী ও মুসলিম এই অঙ্কে এবার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে নামবে বিজেপি। রাষ্ট্রপতি পদে বিজেপি আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার পর অনেকেই কার্যত নিশ্চিত হয়ে যান উপরাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সম্ভাবনা মুক্তার আব্বাস নকভির। যদিও এরি মাঝে আরও একটি নাম সামনে আসে, তিনি হলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version