Sunday, November 9, 2025

অতিবৃষ্টির মাঝেই পাহাড়ে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক! সংক্রমিত বহু

Date:

অবিরাম অবিরাম বৃষ্টি, ধসে বানভাসি অবস্থা উত্তরবঙ্গে। এই দুর্যোগের মধ্যেই নয়া আতঙ্ক ছড়িয়েছে একটি পোকা, যার নাম নাইরোবি ফ্লাই। স্থানীয়রা অবশ্য একে অ্যাসিড পোকা বলেও থাকেন। এই পোকার কামড়ে গত কয়েকদিনে শিলিগুড়িতে একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন:বাংলাদেশের ব্লগার হত্যায় ফাঁসির আসামি গ্রেফতার ব্যাঙ্গালুরুতে, রয়েছে জঙ্গিযোগ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নাইরোবি ফ্লাই থেকে টক্সিন নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ বেরোয়, তাতে মানুষের চামড়ায় ফোসকা পড়ে যায়। তবে এই পোকা থেকে চিন্তার কিছু নেই। ওষুধ লাগালেই তা শীঘ্রই সেরে যাবে। গত কয়েকদিনে এমনটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে,যা থেকে আতঙ্ক ছড়িয়েছে পাহাড় থেকে সমতলেও।


সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে সম্প্রতি নাইরোবি ফ্লাইয়ের উপদ্রব বেড়েছে। সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পতঙ্গের সংস্পর্শে এসে  তাঁদের প্রায় ১০০ পড়ুয়ার ত্বকে সংক্রমণ দেখা দিয়েছে।  তাঁদের ওষুধ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠার পথে তাঁরা। তবে সম্প্রতি সংক্রমিত হয়ে পড়া এক পড়ুয়াকে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয় বলেও জানা গিয়েছে।

ইতিমধ্যেই এই পোকা নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। তাদের তরফে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। লাল আর কালো রঙের এই পোকার মাথার দিকটা কালো ও পেট হয় লাল। পুরকর্তাদের দাবি, তেমন ভয়ের কিছু না থাকলেও সকলকে সচেতন থাকতে হবে। তবেই মুক্তি মিলবে নাইরোবি ফ্লাই থেকে।


উত্তরকন্যার স্বাস্থ্য অধিকর্তা জানান, এই পোকা আলোয় থাকতে পছন্দ করে। তাই সন্ধ্যা হলে ঘরের জানালা-দরজা বন্ধ করে দেওয়াই ভালো। এছাড়া বাড়ির বাইরে বড় আলো জ্বালিয়ে রেখতে পারলে সেদিকে পোকা গুলি চলে যাবে। পাশপাশি, এই পোকার হাত থেকে রেহাই পেতে মশারি টাঙানোর পরামর্শ দিয়েছেন তিনি।

পতঙ্গবিদরা জানিয়েছেন, নাইরোবি ফ্লাই যখন গায়ে বসে, তাদের শরীরে থাকা অ্যাসিডজাতীয় উপাদান আমাদের ত্বকের উপর বসে যায়। তাতেই জ্বালা করে ত্বক।

 


Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version