Wednesday, August 27, 2025

রাজ্য পুলিশের শীর্ষ পদে একাধিক রদবদল: ডিরেক্টর অফ সিকিউরিটি পদে বিবেকের জায়গায় পীযূষ

Date:

রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল। *রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে সরানো হল বিবেক সহায়কে (Vivek Sahay)*। সেই জায়গায় *দায়িত্বে এলেন পীযূষ পাণ্ডে (Piyush Pandey)*। *অতিরিক্ত ডিরেক্টর অফ সিকিউরিটি হলেন মনোজ ভার্মা (Manoj Bharma)*। তিনি ব্যারাকপুরের কমিশনার পদে ছিলেন। বুধবার, রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এখবর জানানো হয়। মোট ১৫টি পদে রদবদল হয়েছে।

*আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে।*
মনোজের জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হবে অজয় ঠাকুরকে। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসবি) রাজেশ যাদব এবং যুগ্ম কমিশনার সি সুধাকরকে। কল্যাণকুমার মুখোপাধ্যায় ছিলেন ডিআইজি-সিআইডি (স্পেশাল)। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার করা হল। একই সঙ্গে জয়েন্ট কমিশনার করা হল বারাকপুরের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দে-কে। সরানো হয়েছে চন্দননগরের পুলিশ কমিনার অর্ণব ঘোষকেও। সেখানে পুলিশ দায়িত্বে আনা হল অমিত জাভালগিকে। নীরজকুমার সিং ছিলেন এডিজি অ্যাডমিনিস্ট্রেশন। তাঁকে সিজি হোম গার্ড করা হয়েছে৷

শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। পরের দিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে জরুরি আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে ২টি ওয়াচ টাওয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বাড়ির পিছন দিকে তৈরি হবে অ্যালুমিনিয়ামের সিটের ঘেরাটোপ। মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ডিজি মনোজ মালব্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরেই এদিন মন্ত্রিসভার বৈঠকে এই রদবদলের সিদ্ধন্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা, পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন- নূপুর শর্মাকে ফের নোটিশ কলকাতা পুলিশের, আরও চাপে বিজেপির বহিষ্কৃত নেত্রী

 

 

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version