Tuesday, August 26, 2025

ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্র: মোদি সরকারকে তুলোধনা সুখেন্দুর

Date:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের একবার ফুঁসে উঠল তৃণমূল(TMC)। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রকে রীতিমতো তোপ দেগে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর(Sukhendu Shekhar) জানালেন, ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্রের(Central) বিজেপি সরকার। শুধু তাই নয়, কেন্দ্রের দৌলতে ভারতীয়দের মাথার উপর হাজার হাজার টাকার ঋণের বোঝা তৈরি হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, দেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মোদি সরকার।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর বলেন, “কেন্দ্রের কাছে ৭ হাজার কোটি টাকা পাওনা আছে রাজ্যের। তা নিয়ে কোনও মন্তব্যই তাঁরা করছে না। এমনকি সেস কিংবা সারচার্জও তাঁরা কেটে নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ইংরেজদের মতো রাজ্যগুলিকে শোষণ করছে। আগে ইংরেজরা সমস্ত টাকা তুলে ইংল্যান্ড পাঠিয়ে দিত। তেমন রাজ্যগুলি থেকেই সরকার রিভেনিউ আর্ন করে দিল্লি নিয়ে যাচ্ছে।” পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, “কেন্দ্র-রাজ্য সমন্বয় রাখতে আন্তরাজ্য বৈঠক ডাকার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু একটা বৈঠকও ডাকা হয় না। এই সরকারের দৌলতে প্রত্যেক ভারতীয়ের মাথার উপর হাজার হাজার টাকার ঋণের বোঝা হয়েছে। দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

এছাড়াও আসন্ন ২১ জুলাই প্রসঙ্গে সাংসদ বলেন, করোনার কারণে গত ২ বছর ২১ জুলাই হয়নি। সামনে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ২১ জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে। জেলা-ব্লক স্তর থেকে নেতা-কর্মীরা আসবেন। ইতিমধ্যে তৃণমূলের নেতারা জেলা-ব্লকস্তরে যাচ্ছেন আর ২১ শে জুলাইয়ের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরছেন।


Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version