Friday, August 22, 2025

গ্রেফতার নিয়ে দিলীপের চ্যালেঞ্জ, কুণাল বললেন রাজ্যপাল ওনাকে নিলডাউন করে রাখুন

Date:

রাজ্যপাল কী করবেন সেটা একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। রাজ্যপাল শুধু বিজেপির নয়, রাজ্যপাল সকলের। রাজ্যপাল এই বাংলার। তাঁর উচিত রাজধর্ম পালন করা। বাংলার তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অসংসদীয় ও বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তাঁর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

কিন্তু থামার নয় দিলীপ ঘোষ। বরং, এই প্রেক্ষিতে আরও সুর চড়িয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘‘দম থাকলে দিলীপ ঘোষকে গ্রেফতার করে দেখুক, তার পর দেখবে বিজেপি কী জিনিস!’’ পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষকে কোথাও গ্রেফতারির দাবিই তো তোলা হয়নি। তাঁর কটাক্ষ, ‘‘হাওয়ায় তরবারি চালানো বন্ধ করুন দিলীপবাবু!’’

কুণালের কথায়, ‘‘দিলীপ ঘোষ হাওয়ায় তরবারি চালাচ্ছেন। রাজ্যপালের কাছে তাঁকে গ্রেফতার করার কোনও দাবি করা হয়নি। তাহলে দিলীপবাবু লাফাচ্ছেন কেন! আসলে গ্রেফতার হয়ে হিরো হতে চাইছেন তিনি। রাজনীতিতে কোনও প্রাসঙ্গিকতা নেই, তাই লুজ টক করছেন। আমরা তাঁর লুজ টক থামাতে চেয়েছি। রাজ্যপালকে বলেছি, দিলীপ ঘোষ এরকম অসভ্যের মতো কথা বলছেন, তাঁকে বারণ করে দিন। আপনি নিজে নিন্দা করুন। রাজ্যপালকে গ্রেফতারির দাবি জানাতে যাব কেন? আমরা গ্রেফতারি চাই না, আমরা চাই রাজভবনের গেটে দিলীপ ঘোষকে যেন রাজ্যপাল নিলডাউন করে রাখেন। এবার রাজ্যপাল কী করবেন, সেটা তাঁর ব্যাপার। তাঁর কোর্টেই বল।”

আরও পড়ুন- কল্যাণী AIMS নিয়োগ দুর্নীতি: বিজেপি বিধায়কদের আত্মীয়কে হাজিরার নোটিশ দিল CID

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version