Wednesday, December 3, 2025

কুপন কেটে পুজো! মাহেশের জগন্নাথদেবের মাসির বাড়িতে বিক্ষোভ ভক্তদের

Date:

আজ উল্টোরথ। আট দিন আগে মাসির বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ। সেদিন থেকেই মাসির বাড়ির মন্দিরে চলতে থাকে পূজার্চনা। আটদিন মাসির বাড়ি কাটিয়ে এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার ফেরার পালা। তিথি মেনে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। তবে, এর মধ্যেও ক্ষোভ মাহেশে (Mahesh)। সেখানে জগন্নাথের মাসির বাড়ির মন্দির প্রাঙ্গণে কুড়ি টাকা দিয়ে কুপন (Coupon) কেটে পুজো দিতে হচ্ছে বলে বিক্ষোভ দেখান ভক্তরা।

৬২৬ বছরের মাহেশের এই রথযাত্রা উৎসব কোনদিনও এ ধরনের টাকা দিয়ে কুপন কেটে পুজো দিতে হয়নি। জগন্নাথ দেবকে নিয়ে ট্রাস্টি ও সেবাইতরা ব্যবসা শুরু করেছে, বলে অভিযোগ ভক্তদের। জগন্নাথ মন্দিরের সেবাইত তমাল অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় ভক্তরা। এরই মধ্যে দেখা যায় বেশ কিছু ভক্ত কুপন কেটেই পুজো দিচ্ছেন। এর আগে রথের দিন পুজো ও ভোগ নিবেদনের জন্য যে মূল্য ধার্য করা হয়েছিল তা নিয়েও বিতর্ক দেখা দেয়। এনিয়ে মন্দিরের সেবাইতরা কেউ মুখ খুলতে চাননি। খবর পেয়ে মন্দিরে হাজির হন শ্রীরামপুর পুরসভার তৃণমূল (TMC) কাউন্সিলররা। শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পুরসভার কাউন্সিলর শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, কেন টাকা দিয়ে জগন্নাথ প্রণাম করতে হবে ট্রাস্টি বোর্ডের কাছে জানতে চেয়েছি। এটা চলতে পারে না। ভক্তদের থেকে কোনো টাকা নেওয়া আগেও হয়নি, এখনও হবে না। মাহেশ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

প্রথা অনুযায়ী আজ মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন জগন্নাথ। তাই মন্দিরের দ্বার খোলার সঙ্গে সঙ্গে ভক্তদের দর্শন দেন জগন্নাথ। চলে পুজোপাঠ। নির্ঘণ্ট মেনে তিনটের পর শুরু হবে উল্টো রথের টান।


Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...
Exit mobile version