প্রাথমিকের ৩২ হাজার চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ খারিজ করে রায় দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division)। বুধবার, বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের পর্যবেক্ষণ, ৩২ হাজার শিক্ষক এত দিন চাকরি করেছেন। তাঁদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না। একই সঙ্গে আদালত জানায়, নিরাপরাদরা কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারেন না।
হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্তা ED ও CBI দাগিদের চিহ্নিত করতে পেরেছে। সেই সংখ্যাটা ৩০০-র কিছু বেশি। তার জন্য ৩২ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এক সাংবিধানিক বিচারপতির কোনও ভাবেই তদন্তে নাক গলিয়ে রায় দেওয়ার কথা নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে পর্যবেক্ষণে জানান ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। যে নথি পেশ করা হয়েছে, তাতে প্রমাণ হয় না যে ৩২ হাজারই অযোগ্য। ৯ বছর পরে চাকরি হারালে পরিবারও ক্ষতিগ্রস্ত হবে বলে মত বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের।
আরও খবর: Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়
–
–
–
–
–
–
–
–
