Friday, May 9, 2025

হেরে গিয়ে খুনের রাজনীতি ‘জনবিচ্ছিন্ন’ বিজেপির: ক্যানিংয়ে সরব তৃণমূলের প্রতিনিধিদল

Date:

নির্বাচনে হেরে গিয়ে বাংলাকে গুজরাট-উত্তরপ্রদেশ বানানোর চেষ্টা করছে বিজেপি(BJP)। আর সেই জন্যই শান্ত বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে তাঁরা। শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে ক্যানিং(Canning) গিয়ে এমনটাই অভিযোগ তুলল তৃণমূলের প্রতিনিধিদল(TMC delegation Team)। একইসঙ্গে জানিয়ে দেওয়া হল এই খুনের সঙ্গে জড়িতরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

ক্যানিংয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। খোঁজ চলছে মূল অভিযুক্ত রফিকুলের। এহেন অবস্থার মাঝেই এদিন ক্যানিং যান তৃণমূলের à§§à§© সদস্যর প্রতিনিধিদল। যে দলে ছিলেন সওকত মোল্লা, শুভাশিস চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, প্রতিমা মণ্ডল, পরেশরাম দাস, শ্যামল মণ্ডলরা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালা রায় বলেন, “বাংলায় হেরে গিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি। শান্ত বাংলাকে উত্তরপ্রদেশ গুজরাট বানানোর চেষ্টা হচ্ছে। তবে তা সফল হবে না। মমতা জানিয়েছেন রং না দেখে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। সেইমতো কাজ করছে পুলিশ।” পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠেছে সেটাও ঠিক নয় বলে জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, যে কোনও ঘটনার তদন্ত করতে একটা নির্দিষ্ট সময় লাগে। পুলিশ তদন্ত করছে একজন গ্রেফতার হয়েছে বাকিরাও গ্রেফতার হবে। পাশাপাশি তৃণমূল বিধায়ক সওকত মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, “যারা খুন করেছে তারা বিজেপি আশ্রিত সমাজ বিরোধী। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা বাংলাকে অশান্ত করার যে চেষ্টা করছে তা সফল হবে না। দোষীরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে তাহলেও তাঁদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।” এছাড়াও মৃতদের পরিবারকে আর্থিক আশ্বাসও দেওয়া হয়েছে প্রতিনিধি দলের তরফে।

এদিকে স্বপন মাজি-সহ মোট তিনজনকে খুনের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আফতাবউদ্দিন শেখ। শুক্রবার গভীর রাতে কুলতলি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও গোটা ঘটনার তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। শীঘ্রই বাকি অভিযুক্তরা গ্রেফতার হবে বলে আস্বস্ত করা হয়েছে প্রশাসনের তরফে।


Related articles

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর...

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায়...

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর...
Exit mobile version