Saturday, May 10, 2025

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

Date:

পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের (JeM) হাতে নৃশংসভাবে খুন হন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল। ২০০২ সালের সেই ঘটনায় প্রত্যক্ষ প্রত্যাঘাত আমেরিকার পক্ষেও নেওয়া সম্ভব হয়নি। পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারতের অভিযানেই বাস্তবে সেই প্রত্যাঘাত সফল হল, দাবি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির (Vikram Misri)। যেভাবে বাহওয়ালপুর (Bahawalpur) সুভান আল্লা মসজিদে হামলা চালানো হয় ভারতের তরফ থেকে, সেখানেই নিহত ড্যানিয়েল পার্ল (Daniel Pearl) হত্যার সঠিক বদলা বলে দাবি করা হয়।

পাকিস্তানের বাহওয়ালপুরের সুভান আল্লাহ মসজিদই ছিল জইশ (JeM) জঙ্গিদের হেডকোয়ার্টার। সেই জইশ-ই যে মার্কিন সাংবাদিক হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল তা উল্লেখ করে বিক্রম মিশ্রি বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে তুলে ধরেন, রাষ্ট্রসঙ্ঘে নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার ছিল বাহওয়ালপুর। এই দলের নেতা মৌলানা মাসুদ আজহার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি। জইশ (JeM) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যানিয়েল পার্লের (Daniel Pearl) হত্যার সঙ্গে জড়িত ছিল। কিন্তু এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল ব্রিটিশ পাসপোর্টধারী জেহাদি আহমেদ ওমর সৈয়দ শেখ।

২০০২ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ ড্যানিয়েল পার্লকে অপহরণ করে জইশ-ই-মহম্মদ। ভারত এর আগেও পার্লের হত্যার সঙ্গে জইশ-ই-মহম্মদের যোগের দাবি করেছে বিশ্ব দরবারে। এবার তা-ই প্রকাশ্যে তুলে ধরে বিক্রম মিশ্রি আরও বলেন, ওমর সৈয়দই ড্যানিয়েল পার্লকে প্রলুব্ধ করেছিল যা তাকে পরে তাকে হত্যার দিকে ঠেলে দেয়। এই ওমর সৈয়দকেই ভারত গ্রেফতার করেও ২০০০ সালে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সুতরাং এই সবকিছুই নির্দিষ্ট করে দিচ্ছে যে এই সংগঠনগুলি পরস্পর যুক্ত। তাই বাহওয়ালপুরের (Bahawalpur) এই জঙ্গি ঘাঁটিতে হামলা সেই নৃশংস হত্যার যথাযথ উত্তর বলেই আমরা মনে করি।

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version